একটা লেখা ভাল লেগেছে তাই আপনাদের মাঝে তুলে আনলাম কেমন লাগবে জানি না।

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ১৪ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৬:৪৩ সকাল

ইতিহাসের কসাই কাদের, মিডিয়া কতৃক একটি মৃত্যুদণ্ড এবং প্রগতিশীলতার উল্লাস

ঝিনুক,কলকাতাঃ কাদের মোল্লা আসলেই যুদ্ধ অপরাধী ছিল কিনা? কসাই কাদের আর কাদের মোল্লা আসলেই এক ব্যাক্তি কিনা? যুদ্ধ অপরাধীর বিচার রাষ্ট্র করছে? নাকি কোন রাজনৈতিক সংগঠন করছে? আন্তর্জাতিক ট্রাইবুনাল নাকি আওয়ামীলীগ ট্রাইব্যুনাল? আব্দুল কাদের মোল্লা র একমাত্র সাক্ষী মোমেনা বেগম কে? মোমেনা বেগম কি সাক্ষী দিতে গিয়েছিল না যায় নি? এই প্রশ্নগুলো যখন উঠেছে তখন এই প্রশ্নগুলোর নিস্পত্তি না করে একজন মানুষ কিংবা অমানুষের মৃত্যুদণ্ডে শাহবাগে আমাদের উল্লাস আর যাই হক কোনদিন প্রগতিশীলতা অথবা মানবতা কোনটাই বহন করে না। আব্দুল কাদের মোল্লা যদি কুকুর ও হয়ে থাকে তাহলেও বলব কুকুরের মৃত্যুতে উল্লাস করে আর এক কুকুরের দল। আমার দীর্ঘ বাম রাজনৈতিক জীবনে যে দীক্ষাগুলো পেয়েছিলাম- প্রগতিশীলতা, মানবতা, মানব মুক্তি, শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তি। আদর্শের ব্যক্তি হিসেবে লেনিন, কমরেড মাও, ফিদেল ক্যাস্রো, নেলসম ম্যান্ডেলা সহ আরও অনেকেই ছিলেন। এই দিক্ষা নেয়ার সময় আজকের শাহবাগের লাকি সকল সংগঠকরাও ছিলেন। তারা নিজেদের প্রগতিশীল বলতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু কোথায় সেই প্রগতিশীলতা, কোথায় সেই মানবতা। প্রবীর ঘোষের একটি বই সব সময় পরতাম- "অলৌকিক নয়, লৌকিক" যে বইটাতে সকল যুক্তি এবং ব্যাখ্যার মাধ্যমে দেখানো হয়েছিলো পৃথিবীতে অলৌকিক বলতে কিছু নাই, পরকাল জাহান্নাম এর কোন ভিত্তি নাই কারন এর পেছনে কোন সুস্পষ্ট যুক্তি কিংবা প্রমান নাই, এই বইগুলো পরেই তোমরা সকলে ধরে নিতে- there is no, god there is no leader (prophet), the most funniest thing in the world is religion. কয়েকজন উগ্রপন্থি কিংবা সমাজপন্থী লেখকের বই পরে ঈশ্বরকে বিস্বাশ করার মত কোন যুক্তি, প্রমান পাওনি। তাই তোমরা আজকে প্রগতিশীলতা আর নাস্তিকতা দুটোকে এক সুত্রে বেধে ফেলেছ। তাহলে কাদের মোল্লার ক্ষেত্রে কি প্রমান পেয়েছ তোমরা? কন প্রমানের তাগিদে আজ তোমরা বলছ কাদের মোল্লা যুদ্ধঅপরাধী? আজ শাহবাগে আমরা যারা উল্লাস করছি তাদের ৯০ ভাগের জন্ম একাত্তরের অনেক পরে। তার মানে আমরা চোখে দেখিনি। "যে জিনিস চোখে না দেখে বিশ্বাস করবো সেটা হবে বড় মূর্খতা"- প্রবীর ঘোষ (যার বই পরে আজ আমরা ধর্মকে মিথ্যা বানিয়েছি) তাহলে আজ কেন বিশ্বাস করলে কাদের মোল্লা যুদ্ধ অপরাধী? এটা তো দেখিনি? "তথ্য, দলিল, ইতিহাস আর মিডিয়া। পৃথিবীতে অন্য কোন রাষ্ট্র এমনকি সোমালিয়ায়ও এর দাম থাকতে পারে বাট বাংলাদেশে এই চারটি জিনিসের উপরে প্রস্রাব করতে কুকুরেরও ভক্তি হয় না।" এই কথাটি বলেছিলেন সমাজতন্ত্রকে পুজি করে সাম্রাজ্যবাদের দালালি করে বর্তমানে মন্ত্রী হয়েছেন এমন একজন ব্যাক্তি। আমি নাম বললাম না তবে যে বর্ণনা দিয়েছি তাতে নিশ্চয়ই চিনতে পারার কথা। এই দেশের প্রধান মন্ত্রীরাও বলেন যে সংবিধান ডাস্ট বিনে ফেলে দেয়ার উপযুক্ত। তথ্য, দলিল, আর ইতিহাস এই তিনটা জিনিসকে পুজি করেই বর্তমান শাসক গোষ্ঠী আজকে সহিংসতার নারকীয় দৃশ্যে পাল্টাপাল্টি অভিনয় করছে। অপরদিকে যুদ্ধ অপরাধী বিষয়টি তৎকালীন স্বাধিন বাংলার রাষ্ট্রপতি থেকে মীমাংসিত একটি বিষয়। আর মীমাংসিত বলেই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি একসাথে যুদ্ধ অপরাধী দলটির সাথে সম্মিলিত হয়ে রাজনীতি করেছে। ইতিহাস বদলে যায়, মানুষের হাতে বদলে যায়। সেই বদলানোর পালা বদলেই হয়তোবা আজকের এই কসাই কাদের এর সৃষ্টি। এই যুদ্ধ অপরাধী ইস্যুটা সম্পূর্ণ বাংলাদেশে মিডিয়ার সৃষ্টি। উপরের ছবিটিতে লাল দাগাঙ্কিত জায়গাটা দেখিয়ে মিডিয়া বার বার বলছে যে এই হল কাদের মোল্লা, পাক বাহিনীদের সাথে একসাথে মিশে সে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে। উপরের ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছে তার বয়স কত হতে পারে আনুমানিক আর তখন বর্তমান কাদের মোল্লা বয়স কত ছিল অন্তত এইটুকু খোজ নিলেও আমরা জানতে পারতাম কে আসলে কসাই কাদের আর কে কাদের মোল্লা। আর এই লোকটাই যে আজকের কাদের মোল্লা তার কোন উপযুক্ত প্রমান আমাদের হাতে আছে কি? যে মিডিয়াগুলো খেটে খাওয়া মানুষের কথা বলে না, যেই মিডিয়া গুলো রাষ্ট্র আর বিদেশি বেনিয়াদের দালালি করে, যেই মিডিয়া মানুষ হত্যা করে সেই মানুষের মৃত্যু নিয়ে ব্রেকিং নিউজ দেয় সেই মিডিয়ার উপরে আস্থা রেখেই আজকে আমরা কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়েছি। রায়ের পর যখন ভি (V) সাইন দেখিয়েছিল কাদের মোল্লা সেটিকে আমাদের মিডিয়া এমন ভাবে প্রকাশ করেছে যে আমাদের তরুনপ্রজন্মের গোপন ইন্দ্রিয়ে চেতনার আগুন জ্বলে পুরে ছারখার হয়ে যাচ্ছে। আবার যখন জেলগেটে দেখা হবার পরে কাদের মোল্লার স্ত্রী ভি (V) সাইন দেখিয়েছিল তখন মিডিয়া এমনভাবে প্রকাশ করেছে আমাদের চেতনা তখন গোপন ইন্দ্রিয় থেকে জ্বলে পুরে কাপর চোপড় সব পুড়িয়ে বেরিয়ে আসছে। অথচ কাদের মোল্লার স্ত্রী যখন ভি () সাইন দেখিয়েছিল সেটা ছিল নিজের দিকে ফেরানো। আর এই ভি সাইন নিজের দিকে ফেরানো মানে হল প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। কাদের মোল্লার স্ত্রী নিজের দিকে ভি সাইন দেখাবেন তথা আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবেন এটাই কি স্বাভাবিক নয়? অথচ আমাদের মিডিয়া বলেছে এটা নাকি বিজয় সূচক, আর আমরা সেটাই বিশ্বাস করে আরও খেপে উঠেছি। এখান থেকে পরিষ্কার হল সবার উপরে মিডিয়া। এটাও কে না যেন, মিডিয়া বস্তুত এই দেশের কতিপয় বেনিয়ার দখলে যারা সব সময় শাসকগোষ্ঠীর ছায়াতলে বসে রস আস্বাদন করে। মিডিয়াকে আজ আমরা প্রভু বানিয়ে দিয়েছি, তারা যদি এখন বলে শুয়োরের মাংস খাওয়া জায়েজ আছে আমরা তাও খাবো। তবুও প্রশ্ন যখন এসেছিল একবারও খবর নিয়ে দেখিনি কাদের মোল্লা কি আসলেই কসাই কাদের , যাচাই বাছাই না করেই আমরা আজ তার মৃত্যুতে উল্লাস করছি। জয় বাংলা শ্লোগান দিচ্ছি। কাদের মোল্লা কি বলতে চেয়েছিল? তাও জানতে চাই নি। আজ হোক কাল হোক আমরা কি পারবো এই দায় এড়াতে? মিডিয়ার মুখো মুখি না হয়ে, রাষ্ট্রীয় রাজনীতির তৈরি দলিলে নির্ভর না করে নিজেদের দায় থেকে একটু খোজ নিয়ে দেখতে পারতাম কসাই কাদের আসলেই কাদের মোল্লা কিনা। যদি আমরা সত্যিকারের মানুষ হতে পারতাম তাহলেই এই দায় টা থাকতো যেই দায় থেকে নিজেদের মুক্তির কথা ভাবতাম। একজন কাদের মোল্লাকে অথবা একজন কসাই কাদেরকে ফাসিতে ঝুলাতে গিয়ে রথি আর মহারথি নামক কত নাটক যে ঘটে গেলো তার কতখানি জানি আমরা, আজ কোন রাষ্ট্র কিংবা কোন আদালত কাদের মোল্লাকে ফাসি দেয় নি। ফাসি দিয়েছে একটি রাজনৈতিক দল এবং কতিপয় মিডিয়া। এটা কোন ধরনের প্রগতিশীলতা বহন করে আমার জানা নেই। তবে এটা যে নিছক একটি পশুত্ব সেটা বলার আর অপেক্ষা রাখে না। কাদের মোল্লা আসলেই যুদ্ধ অপরাধী কিনা আমরা এখনো জানতে পারি নি। কিন্তু মিডিয়া আমাদের মাথায় ঠিকই ঢুকিয়ে দিয়েছে এই সেই কাদের মোল্লা কসাই কাদের যে হত্যা, লুটপাট, ধর্ষণ সহ নানা অপকর্ম করেছে। টিভিতে রিপোরটিং এর সময় এই কথা গুলো চিৎকার করে বলতে শুনেছি এক নারী রিপোর্টারকে। যার সাথে একদিন এক ছায়াতলে বসে দুজন মিলে প্রগতিশীলতা শিখতাম আর গাঁজার আক্ষেপটা সিগারেট দিয়ে পূর্ণ করতাম। তাই কাদের মোল্লার ফাসি হওয়া এটাকে যুদ্ধ অপরাধীর বিচার বলা যাবে না। এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, একটি জুডিশিয়াল কিলিং। কাদের মোল্লা আর যাই হোক সে যদি যুদ্ধ অপরাধী না হয়ে থাকে তবে এই দেশটাকে তার আরও বেশ কিছু দেয়ার ছিল। ঝিনিয়া ঝিনুক, সাবেক ইউনিয়ন নেত্রী এবং এক্টিভিস্ট।

http://satkahan.com/politics-news/203-2013-12-13-11-36-37

বিষয়: বিবিধ

১৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File