বাংলাদেশকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা দিতে অপারগ ভারত

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:৪৬:০৫ সকাল

বাংলাদেশকে প্রতিশ্রুত ১০ কোটি ডলার সহায়তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে অপারগ ভারত । পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্টে এমন কথা বলেছে। শুক্রবার তারা পার্লামেন্টে পেশ করেছে এ রিপোর্ট। গতকাল অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়েছে। এতে বলা হয়, ২০১২ সালের মে মাসে বাংলাদেশ সফরে আসেন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। তখন তিনি সব মিলিয়ে বাংলাদেশকে ২০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ওই ১০ কোটি ডলারের সহায়তা। এ বছর ফেব্রুয়ারি মাসে এর প্রথম কিস্তি হিসেবে ৫ কোটি ডলার দেয়া হয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি দেয়ার অনুরোধ করলে অর্থ মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তার সুপারিশে বলেছে, বাংলাদেশকে ২০ কোটি ডলারের সহায়তার অংশ হিসেবে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটি ১০ কোটি ডলার ছাড় দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারবে না। ওই রিপোর্টে বলা হয়, সরকার বাংলাদেশকে ১০ কোটি ডলার সহায়তা ও আফ্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় আন্তর্জাতিক অঙ্গনে ভারত বিব্রতকর অবস্থায় পড়েছে। ওই কমিটি তার রিপোর্টে বলেছে, বাজেট ঘাটতির কারণে সরকারের উচ্চ মহল থেকে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা হয়তো স্থগিত রাখতে হবে অথবা আংশিক বাস্তবায়ন করতে হবে। এতে কমিটি হতাশ। বাংলাদেশকে প্রতিশ্রুত সহায়তার দ্বিতীয় কিস্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানোর পর প্রত্যাখ্যান হয়েছে- এ কথা আগেই জানানো হয়েছে। এ বিষয়ে কমিটি বলেছে, অর্থ মন্ত্রণালয় এ অনুরোধ প্রত্যাখ্যান করে গুরুতর একটি নোট দিয়েছে। বিষয়টি তারা মন্ত্রিসভাকে অবহিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আরও বলেছে, যেসব স্থানে রাষ্ট্রদূতের পদ শূন্য আছে সেখানে লোক নিয়োগের ক্ষেত্রে তারা কোন স্বচ্ছ নীতি পায় নি। এক্ষেত্রে তারা কোন রাষ্ট্রদূতের পদ খালি হওয়ার আগেই সেখানে মনোনয়ন দিতে সাউথ ব্লকের প্রতি আহ্বান জানিয়েছে। এক্ষেত্রে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে বলা হয়েছে।

Click this link

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File