নতুন থুড়া এক মুছাফির। যায়গা ছোট যদিও আমার পৃথিবী অনেক বড়। নিঃশ্বাস নিতে কখনো বলেনি আমায় তফাৎ যাও তুমি হে মহা পাপী। চান্ডাল কাঙাল আমি খায়েশের দাসত্বে ভরপুর আজন্মের আফছোছ নাপাওয়ায়।

লিখেছেন লিখেছেন মিছবাহ ১৫ জানুয়ারি, ২০১৩, ০১:৪৭:৪৩ রাত

হে নীগারে ওতন তু সালামত রহ। তুখোড় জোয়াড়ীর হাতে তোমায় বিপণন। বিপর্যস্ত ঐশ্বর্য মান অভিমান একটি একটি করে নিঃশব্দের মত প্রস্থান। জোয়াড়ীর শেষ দানে স্ত্রী, পুত্র ,কণ্যা সব বিসর্জন। নেসার বুদ্বুদে জোয়াড়ী আজ কোয়াশায় বিলীন। ঝড়ের বৃষ্টি ভিজা দীর্ঘ ঘুটঘুটে এক কালো রাত্রির শেষ প্রহরের অপেক্ষায়। প্রসব বেদনায় যেন “পাঞ্জেরী রাত পোহাবার আর কত দেরি”? নিঃশব্দ গভীর রাত্রিতে চারিদিকে শৃগালের আর ভুতুম পেঁচার ডাক।

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File