আলুর গোদামে আগুন।

লিখেছেন লিখেছেন মিছবাহ ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৪:৪৮ রাত

আলুর গোদাম ঘরে যখন আগুন লাগে তখন বাজারের কিছু লোক পোড়া আলু খেতে যায়। নীতিগতভাবে নিরাপত্তার জন্য কিছু ভালো মানুষরা হিতাহিত জ্ঞান বিবেচনা না করে আপ্রাণ চেষ্টা করে আগুন নিবায়। আজ যেটা বড়ই প্রয়োজন দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে দেশকে ফিরিয়ে নিয়ে আসা। এটা সর্বজনীন নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাহা হউক সে যেকোন দলের,মতের বা ধর্মের মানুষ। স্বাধীনতা সংগ্রামের সময় এভাবেই কাজ করছিল দেশের প্রতিটি নিরাপদ অঞ্চলগুলাতে।

আদালত ঘরে যখন হৈচৈ শুরু হয় যায় কোন ব্যাপারে তখন বিঞ্জ বিচারক পরিস্থিতি নিয়ন্ত্রণে টেবিলে কাঠের মুগুর পিঠায়।গণ্ডগোল থামাতে যদি ব্যর্থ হয় তখন আইন শৃঙ্খলা বাহিনির সাহায্য নিতে হয়। এটাই নিয়ম শৃঙ্খলা বিন্যাসের চুড়ান্ত প্রয়োগ। যাহা তখন কোন নির্দিষ্ট ব্যক্তি বা দলের লোককে দমাতে প্রয়োগ করা হয় না বরং সর্বজনীন একটা শৃঙ্খলার প্রয়োজনে।

আমার ব্যক্তিমতে বর্তমানে যতদূর পরিস্থিতি গড়িয়েছে বিবেচনায় প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একটা সমযোতায় আসা অতি দরকার। কেউ শুনোক আর নাই শুনোক সংসদে গিয়ে অন্ততঃ এটা ব্যক্ত করা দরকার দেশের সর্বসাধারণ জনগনের জন্যে। দেশের শৃঙ্খলা বজায় করতে সরকারকে তথা গোটা জাতিকে এতে সাহায্য করা হল। এক দানব দিয়ে আরেক দানবকে আপাতত মিটিয়ে দিয়ে কখনো আপামর জাতির কল্যাণ হবে না । আইনের শাসন সুবিন্যাস হলে নাগরিকরা গণতন্ত্রের ,স্বাধীনতার ফলাফল ভোগ করবে। স্বাধীনতা মানে ধর্মহীনতা নয় বা ধর্ম কপটতাও নয়। নৈরাজ্য, বিশৃঙ্খলা, উগ্রতা,সন্ত্রাস, ছিনতাই, গুম, নরহত্যা, পৈশাচিক নারকীয়তা, আতঙ্কবাজ, ধর্ষণ, মাৎলামি, বলাৎকার, অস্ত্রবাজ, আত্মীয়করণ, দলীয়বাজ, লুণ্ঠন, দুর্নীতিপরায়ণ,বিকারগ্রস্থ মানসিকতা কক্ষনো গণতন্ত্র এবং স্বাধীনতার বিকাশ সাধন করে না এবং করবেও না।

যেভাবে আজ খড়গ হস্তে তারতার বলবান চেঙ্গিস। হাতকড়ি দিয়ে, পিঠীয়ে পিঠীয়ে,চোখ উপড়ে ফেলে নারকীয় সংহার করে, অসহায় মানব শিশুটিকে তাণ্ডবের উল্লাসে, বাহাদুর শাহ্‌ সিকান্দর হয়ে, বাহবাহ কী দারুণ মুকুট পাচ্ছে! জন্মগতভাবে সেও বাঁচতে চায়,তাহারও প্রতিবাদের অধিকার রয়েছে,মানো আর নাই মানো, সেও স্বপ্ন দেখে একটা আদর্শে বাঁচতে চায়,একটা সংসার রচতে চায়।ভীত সন্ত্রস্থ হয়ে তাহাকে তাহার বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে।সে মরে নাই, আদর্শ আন্দলনের আগুনকে আরো বেগবান করে গেল মূর্খের চোখে ধূলা মেরে। দানবের রাজত্বে কোন আদর্শ নাই। দানব আদর্শের কাছে পরাজিত এক বিষাক্ত মরণ ছোবলে পলাতক। তবে কি আর কখোন কোনদিন রাজনৈতিক সমাধানের বাণী সেখানে পৌঁছিবেনা ?

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File