মাছের মায়ের পুত্র শোক।

লিখেছেন লিখেছেন মিছবাহ ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৪:৩৪ রাত

সারাদিন মামা আর মামির মাইর বিকাল হইলেই সেই এক পোতায় ঘর।হউয়ে মামা হউয়ে মামি ,হউয়ে পোতাত ঘর।শিল আর পাঠার ঘষায় মাঝে কাঁচামরিচের সর্বনাশ। শেষপর্যন্ত সিদ্ধান্ত এইটাই হইল,এই গাঁওয়ের শিয়ালকে শাস্তি দিতে হইব। রাতভর যত দূর পাড়ী দেওয়া যায়,ভোর না হওয়া পর্যন্ত যতকঠিন হউক না কেন? ছাগলটাকে কাঁধে বয়ে নিয়ে গিয়ে, ঐ গ্রামে ফেলে দেওয়া হইব।তবুও একটু স্বস্তি পাওয়া যাইব ।ছাগলটা কিন্তু এই গ্রামের শিয়াল খাইতে পারবেনা।খাইলে ঐ গ্রামের শিয়াল খাইব ।

তাইত কই মাছের মায়ের পুত্র শোক। ডিমের দাম যত মাছের দাম তত।রাণী আর সেনা পিঁপড়া!রাণীর বংশ রক্ষায় সেনা পিঁপড়ার প্রয়োজন প্রাণ দিয়ে হলেও রাণীর বংশ রক্ষা করা সেনাদের ধর্মীয় দায়িত্ব ও কর্তব্য।বিঞ্জ দলীয় সেনা দাসরা হুয়া হুয়া করে আজ আবার চিৎকার দিয়া উঠিল এতে বনের আরো কয়েকটা বানর লম্প দিয়া গাছে উঠিল এবং ঠিক ঠিক বলে খ্যাঁক খ্যাঁক করে সায় দিল।

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File