প্রয়োজনীয় সময়াস্র ।
লিখেছেন লিখেছেন মিছবাহ ১৮ জানুয়ারি, ২০১৩, ১০:৫০:৫৮ রাত
বিতর্কে যখন রমনি সাহেব বলেছিলেন আমেরিকার সমর প্রতিরক্ষা খাতে যুদ্ধ জাহাজের প্রয়োজনীয়তায় বাজেট সংকুচন সমুচিত নহে। ওবামা সেখানে উনার যুক্তি ছিল রমনি সাহেবকে ,আমেরিকার সমর বহরে হর্ষা্রোহী ঘোড়া,তরবারি,বল্লম অনেক কম তাহারও মজুদ বাড়ানো দরকার। চমৎকারভাবে যে বিষয়ের প্রতি ইঙ্গিত ছিল তাহা কৌশলগত অস্রে মিতব্যায়ী হওয়ার।
বাংলাদেশ ছোট একটা দেশ ভারত পরিবেষ্টিত, সেখানে ব্যয়বহুল ঋণে জর্জরিত হয়ে, গোদামজাতকরন, অকেজো সমর অস্র নাকিনলে কি আমরা নিচে পড়ে থাকব? তার সঠিক জবাব দেওয়ার এখনই সময়। আফগানিস্থান,ইরাক,ফিলিস্তিন এই সমস্থ দেশ অনেক আগেই আমেরিকার মতন মহাশক্তিধর দেশের কাছে ধরা খেয়ে যেত। কৌশলগত দিক বিবেচনায় ওরা এখনো বহাল আছে। অপরদিকে শক্তিধর দেশের অর্থনীতির মেরুদণ্ড অকার্যকর হয়ে পড়ে ধনি এবং দারিদ্রদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে।
নড়বড়ে রাষ্ট্রীয় কাঠামো,ঘুণে ধরা, সন্ত্রাস,আতঙ্কবাজ,দলিয় বাজ, ধর্ষণকারী,হত্যা,গুম, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুর্নীতির খামার,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দিকভ্রান্ত হয়ে হুমড়ি খেয়ে বিকলাঙ্গ হয়ে জনগনের কাঁধে বোঝা হয়ে আছে। তার উপরে আবার খাঁড়ার ঘাঁ ! উন্মাদ এক ষাঁড়ের পিঠে দেশটাকে উঠিয়ে দিয়ে উল্লাস করে বিদঘুটে কুমীরগুলো প্রশংসার পর প্রশংসা করে টেবিল ভেঙ্গে ফেলতেছে থাপ্পড় মেরে।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন