পালাবদল।
লিখেছেন লিখেছেন মিছবাহ ১৭ জানুয়ারি, ২০১৩, ০৭:৫৯:৪৬ সকাল
পালাবদলের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে । একেক সময় একেক দলের উপর পরিত্রাণ পেতে গিয়ে,জনগনের ভোটাধিকারকে কারসাজী করে আরেক দলকে বন্যার জলের মতন বিজয়ী করে, উন্মাদের মত উল্লাসে ফেটে পড়া অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে।তখন ঘাপটি মেরে বসে থাকা সুযোগ সন্ধানীরা এই সুযোগ হাতিয়ে নেয়। দল মত নির্বিশেষে ভাল লোকদেরকে নির্বাচিত করার কৌশল আয়ত্ত করা একান্ত প্রয়োজন। সংসদে ভালো,দক্ষ,মেধাবী লোকদেরকে নিয়ে আসতে হবে নিয়োগ বানিজ্যকে ঝাঁটিয়ে দিয়ে, তাহা যেকোন ত্যাগের বিনিময়ে। প্রতিটি বিভাগে সৎ, দক্ষ, মেধাবী, প্রশাসনিক লোক রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে দূরবীক্ষণ ,অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। প্রবীণ প্রজন্ম একটা মানচিত্র এনে দিয়েছে,নবীনরা বিল্পবকে বহুদূর নিয়ে যেতে হবে, গড্ডালিকার আবহে গা ভাসিয়ে না দিয়ে এবং আরো চাই উন্মাদনার প্রতিযোগীতায় না মেতে। চারি পার্শের অসহায় পিচে পড়া মানুষদেরকে উপেক্ষা না করে, ওদের ন্যায়সঙ্গত অধিকারের দাবিগুলা প্রতিষ্টায় সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে, বিপ্লবকে এগিয়ে নিয়ে গিয়ে, একটা মজবুত স্বাধীন রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা। আমি না পাই আমাদের আগামী প্রজন্ম অন্তত একটা ভালো রাষ্ট্র পাবে যেখানে সবার জন্যে অন্ন,বস্ত্র, শিক্ষা , চিকিৎসা , বাসস্থানের ব্যবাস্থা সুনিশ্চিত হবে।ঘুণে ধরা প্রতিষ্টানগুলকে চাঙ্গা করা ছাড়া বিকল্প নাই। জাতি ,ধর্ম ,মত ,নির্বিশেষে প্রতিভা, সততা, দক্ষতা রয়েছে সেটা দেশ গঠনে একান্তই প্রয়োজন ।
হতাশ হওয়ার কিছুই নাই।ইতিমধ্যেই আমরা দেশে বিদেশে অনেক হারিয়ে এবং অনেক উপার্জন করে গোটা পৃথিবীর মানচিত্রে একখানি খাঁটি হীরকখণ্ড হিসাবে আত্মপ্রকাশ করেছি।এখন যদি এই হিরার খণ্ডকে গয়না তৈরির জন্য কাঠ মিস্ত্রীর কছে দিয়ে দেই তখন খারাপ উৎপাদন দিতে শুরু করবে। আজ যেটা পেয়েছি তাহা প্রবীণদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার বিনিময়ে।তাই বারবার পালাবদলের পরিবর্তন করে দল, মত ,ধর্ম নির্বিশেষে এক ঝাঁক সৎ ,দক্ষ ,মেধাবী প্রবীণ লোকদের সাথে মিশে নুতন প্রজন্ম দেশ উন্নয়নের জাণ্ডা হাতে নিতে হবে।
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন