যেখানেই যাই শুধুই যান্ত্রিকতা আর ডিজিটালময় জীবন !
লিখেছেন লিখেছেন জীবনের গল্প ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১৩:০২ সন্ধ্যা
এখন আর ভালো লাগে না যান্ত্রিকতা ! এক ধরনের একঘেয়ামী চলে এসেছে ! যেকোনো কাজেই প্রতিটি মূহুর্তে যান্ত্রিকতা পিছু ছাড়েনি । এনালগ জীবনই খুব আরামের আর শান্তির যদিও একটু কষ্ট তারপরও ভালো লাগতো এখন সারাদিন একধরনের একঘেয়ামী কাজ করে সারাদিন অফিসে লেপটপ আর কম্পিউটার নিয়ে কাজ করে ব্রেনের ওপর একধরনের চাপ কাজ করে । এতো ব্যস্তময় জীবন এতো ব্যস্ত সময় ! তারপর মোবাইল নামের যন্ত্রটাতো সারাদিনই কাজ করে কখনো ম্যাসেজ কখনো ফোন কল কখনো বা ইমেইল সারাক্ষন শুধু ব্রেইনকে ব্যস্ত রাখে । বর্তমানে সব কিছুতেই এতো ডিজিটালত্ব চলে এসেছে যে সবকিছুই যান্ত্রিকতা কাজ করে ! এই যান্ত্রিক জীবন থেকে বের হয়ে আসারও কোনো পথ দেখছি না ! যান্ত্রিকতার কবলে এখন মানুষগুলো সত্যিই মানসিক চাপে থাকে আর তখনই ব্যস্তময় জীবন থেকে একটু বিশ্রামের জন্যে মানুষগুলো ছুটে চলে কোনো নিরিবিলি শান্ত জায়গায় । এনালগ জীবনটাই মনে হয় ভালো ছিলো । আর এইজন্য মানুষের গড় আয়ু অসুখ ও রোগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে !
''ব্যস্ততা আমায় দেয় না ছুটি
তাই ডিজিটালের সাথে আমার ঘরবসতি !''
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই ডিজিটালের সাথে আমার ঘরবসতি !''
আামা ব্লগে দাওয়াত
সুর্যের পাশে হারিকেন ভাইয়াকে আমার ব্লগে দাওয়াত । আসবা কিন্তু ভাইয়া । আসবা কি ?
মন্তব্য করতে লগইন করুন