" একটি পতাকার আর্ত্ননাত"

লিখেছেন লিখেছেন জীবনের গল্প ২৬ মার্চ, ২০১৪, ০৮:৪৩:০৩ রাত



পতাকায় আজো লেখা হয়নি

আমি পতাকা স্বাধীনতা পেয়েছি ?

আমাকে মাথায় বেধে

গাও স্বাধীনতার গান !

হাতে নিয়ে উড়িয়ে দাও নিশান

তোমরা শুধু পেয়েছো একটি পতাকা ?

টানাটানি করো না!

আমাকে তোমরা ছিড়ো না ?

পতাকা পেয়েই তোমরা বলো স্বাধীন

আমি বলি এখনো আছি পরাধীন !

উড়িয়ো না আমায়

মুখে বলো পতাকা

ভালোবাসি তোমায় !

আমার বুকে রক্ত এখনো ঝড়ে

মিথ্যা দিয়ে ঢেকে দিয়ো না আমায়

আমি রক্ত ঝড়াতে চাইনি

আমি চাই অসমাপ্ত স্বাধীনতা !

আমি কারো রক্ত খেতে আসি নাই

রক্তের দাগ আর রঙিন হতে দিয়ো না ?

আমিতো তোমাদের মাঝে এখনো

রক্তের তাজা দাগ হয়ে আছি !

আমি সেদিন হবো সিক্ত

যেদিন আমার স্বাধীনতা হবে সমাপ্ত !

আমি উড়বো ! আমি উড়বো !

স্বাধীনতাকে নিয়ে উড়বো !

১৬ ই ডিসেম্বর ২০১৩

রাত ১১:৩০ মিনিট

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198431
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৪৬
মেরাজ লিখেছেন :
198433
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা এক ঠুনকো নয় যে পাছার নিচে দিলেই তা ভুন্ডুল হয়ে যাবে।
198434
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৩
হতভাগা লিখেছেন : রেকর্ড কি এটাতেও এসেছে ?
198442
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা এক ঠুনকো নয় যে পাছার নিচে দিলেই তা ভুন্ডুল হয়ে যাবে। এটা দিয়ে আপনারা যাই করবেন মাফ পেয়ে যাবেন- এই তো?
২৬ মার্চ ২০১৪ রাত ১১:৩২
148415
মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা আমার এনেছি সুতরাং আমরা যা খুশী করবো তাতে রাজাকারদের কি? আমার বউরে আমি য খুশী করমু তাতে অন্যের কি?
198445
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:২০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চাদার টাকায় বিশ্বরেকর্ড সহজতম বিনোদন...এ রেকর্ড আগামী সপ্তাহেই ভাঙ্গতে পারবে যে কোন প্রতিবেশি,,
198450
২৬ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
সাদাচোখে লিখেছেন : শেখ হাসিনা, বিচারের মাধ্যমে স্বীকৃত উন্মাদ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশটাকে ৫/৬ বছর শাসন করছেন - এ রেকর্ড - অলটাইম স্বীকৃত হবে। গান - পতাকা ইত্যাকার বিষয়াদি ঠুনকো - যে কোন রক্ত-চোষা শাসক চাইলেই যা ভাংতে পারে।
198472
২৬ মার্চ ২০১৪ রাত ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদারাও তো এরকম করেছিল তাই এদের করতে বাধা কোথায়।
198477
২৬ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : পতাকা! তোমার আর্তনাদ কি ওরা শুনতে পাবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File