" একটি পতাকার আর্ত্ননাত"
লিখেছেন লিখেছেন জীবনের গল্প ২৬ মার্চ, ২০১৪, ০৮:৪৩:০৩ রাত
পতাকায় আজো লেখা হয়নি
আমি পতাকা স্বাধীনতা পেয়েছি ?
আমাকে মাথায় বেধে
গাও স্বাধীনতার গান !
হাতে নিয়ে উড়িয়ে দাও নিশান
তোমরা শুধু পেয়েছো একটি পতাকা ?
টানাটানি করো না!
আমাকে তোমরা ছিড়ো না ?
পতাকা পেয়েই তোমরা বলো স্বাধীন
আমি বলি এখনো আছি পরাধীন !
উড়িয়ো না আমায়
মুখে বলো পতাকা
ভালোবাসি তোমায় !
আমার বুকে রক্ত এখনো ঝড়ে
মিথ্যা দিয়ে ঢেকে দিয়ো না আমায়
আমি রক্ত ঝড়াতে চাইনি
আমি চাই অসমাপ্ত স্বাধীনতা !
আমি কারো রক্ত খেতে আসি নাই
রক্তের দাগ আর রঙিন হতে দিয়ো না ?
আমিতো তোমাদের মাঝে এখনো
রক্তের তাজা দাগ হয়ে আছি !
আমি সেদিন হবো সিক্ত
যেদিন আমার স্বাধীনতা হবে সমাপ্ত !
আমি উড়বো ! আমি উড়বো !
স্বাধীনতাকে নিয়ে উড়বো !
১৬ ই ডিসেম্বর ২০১৩
রাত ১১:৩০ মিনিট
বিষয়: বিবিধ
১৩২৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন