কবিতা ও স্বপ্ন

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১৬ জানুয়ারি, ২০১৩, ০৯:১২:২৭ রাত



কবিতার মাঝে স্বপ্নরা আর বিস্তার করে না,

কবিতা এখন জঠর জ্বালার কান্না হয়ে আসে;

ভালোবাসা-ফুল ক্রমশঃ এখন বিবর্ণ হয়ে যায়,

সমাজ-চাতালে খুন আর জখম অহরহ হাসে।

বিশ্বাসের চাদর বিসারিলে মানুষের সমাজে,

বোকা ভেবে সবে চতুর হাসিতে পড়ে লোটে;

ভালো মানুষেরা সর্ব পিছনে রহে যে দাঁড়ায়ে,

কবিতারা এখন স্বপ্ন ছাড়া ধুসরতায় ফোঁটে।

আমরা এখন ক্রান্তিলগ্নে বসবাস করি হায়!

মিথ্যারা সব সত্যের উপর শাসন করে যায়;

অস্ত্রের কাছে জ্ঞানের কথা সদাই ম্রিয়মান,

সত্যের কাছে হয় নাকো জীবনের অবস্থান।

বিষয়: সাহিত্য

১০৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File