শীত ও অতীত

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১৫ জানুয়ারি, ২০১৩, ০৯:০৯:৩৯ সকাল



শীতের সকাল বেলা গরম রোদের খেলা

তপ্ত করে আমাদের মন;

খেজুর রসের পিঠা রসনাতে লাগে মিঠা

আহা! মন হয় উচাটন।

শিশিরে শীতল ঘাসে স্বপন লইয়া আসে

পুরোনো দিনের স্বাদ পাই;

কোছরে মুড়কি লয়ে ভাই বোন এক হয়ে

খেলিতাম আমরা সবাই।

কোথা সেই দিনগুলি ক্রমেই যাচ্ছি যে ভুলি’

শহুরে ইটের মায়া আজ;

কঠিন করেছে প্রাণ ভুলে গেছি প্রেম গান

বিভক্তিতে মানব সমাজ।

বিষয়: সাহিত্য

৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File