শিল্পীর উনুন

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩২:১৬ বিকাল



প্রাগৈতিহাসিক উনুন তোমার শরীর মানবী,

প্রগাঢ় উষ্ণতা ধিকি ধিকি জ্বলে কামনার তাপে;

রন্ধন শিল্পীর শৈল্পিকতা নিয়ে একজন কবি

বিমূর্ত মূহুর্তে অনভিজ্ঞ হস্ত থর থর কাঁপে।

তার কৌশলে সুস্বাদু হবে কি না খাবার-দাবার,

ভীত সন্ত্রস্ততায় কম্পিত হাতে জ্বালায় অনল;

সুখধ্বণি-আর্তনাদে জেগে ওঠে শরীর তোমার,

রক্ত বিন্দু হতে ক্রমশঃ দোহনে ঢেলে দেয় জল।

কেঁপে ওঠে বিশ্ব চরাচর, রমনের শিৎকার,

খনির অতলে আবিস্কৃত হয় অজস্র রতন,

তখনও সুস্থির কবিবর নাহি কোন বিকার;

ভিসুবিয়াসের অগ্নিমুখে হয় লাভার পতন।

অন্ধকারে ঝিকিমিকি তোমার শরীরের জোনাকি,

অবসাদ ঝেড়ে কুলায় ফিরে ফের ভোরের পাখি।

বিষয়: সাহিত্য

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File