প্রজন্ম চত্বর

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৭:৩৭ দুপুর



ফাঁসির দাবী নিয়ে এসেছি আজ, প্রজন্ম চত্বরে!

জনতার গর্জণ, গণজাগরণ চারদিকে উন্মাতাল;

প্রতিবাদের শপথে উচ্চারিত- ফাঁসি চাই,

'রাজাকার' আর 'আল বদর' - যুদ্ধাপরাধীদের।

আমার রক্তে ক্রমশঃ বীজ বোনে যায় একাত্তর

পিতার বুলেটবিদ্ধ বুক, মায়ের করুণ কান্না,

ধর্ষিতা ভগ্নীর তীব্র হাহাকারের চিৎকার;

হিংস্র পশুর দল - এবার বাংলা ছাড়।

জাগ্রত জনতার দৃপ্ত শপথের মুষ্ঠিবদ্ধ হাত যেন

চেতনবিদ্ধতার অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত আকাশ-পাতাল;

কি দিয়ে বাঁধবে জণসমুদ্রের তীব্র জোয়ার?

দ্বিতীয় মুক্তিযুদ্ধের শাণিত পদক্ষেপের শুরু আজ।

এই প্রজন্ম চত্বর ইতিহাসের এক আকর,

ভালোবাসা এবং ক্ষোভের কেন্দ্রবিন্দু;

চতুর্মুখী জনতার স্রোতের তীর্থ স্থান

রেস কোর্সের পবিত্রতার পর প্রজন্ম চত্বর।

বিষয়: সাহিত্য

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File