জীবনবোধরে ছায়া

লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫৯:২৪ বিকাল



কালের প্রবাহ-স্থিতি শিশির সন্ধ্যা‌য়

সঙ্কুচিত ম্রিয়মান; অরূপ প্রত্যাশা,

জীবনের জয়গান, মানুষের আশা,

ক্রমশঃ অদৃশ্য হয় দূর অজানায়।

ভুলগুলো ছুঁড়ে দেই গহীন অতলে,

বুনোফুলে তুলে আনি মধুর আকর,

পাংশুটে কলহ মুক্ত হউক অন্তর,

কবিতার স্নান হোক সাগিরকা-জলে।

জীবনবোধের ছায়া স্মৃতি রেখে যায়

বন্ধুত্বের দাবীদার, প্রেম, উত্তমাশা;

বন্ধুরা খোঁজে না কভু মাদক রিরংসা;

স্মৃতি হয় নিরন্তর; যথা অলকায়

ফেনিল শব্দে ঝঙ্কৃত অমলিন গীত;

দ্বন্দ্বের কুয়াশা হোক এখন রহিত।

বিষয়: সাহিত্য

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File