রক্তোৎসব
লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০০:৫৯ রাত
জনতার ঢেউ আছারি পড়িছে রাজ পথেরই বাঁকে,
স্মৃতির সৌধে চলিছে সবায় পিছে কেবা কারে ডাকে?
শ্রদ্ধার ঝুলি মরমের ব্যথা সব খুলি আজ আয়,
প্রেমের মহিমা বিসারিত করো আপনার চেতনায়।
ওই দেখো ওই মুক্তিযোদ্ধা করুণ চাহনী করে-
তোমার দিকেতে চাহিয়া আছে চল্লিশ বছর ধরে।
যারা ছিল তাঁর প্রাণের শত্রু, যাহারা মেরেছে তাঁরে,
তাদেরকে কর লালন-পালন ভালবাসা-উপহারে।
সর্প কখনো হয় কি আপন ইতিহাস-ভোলা মন!
রাজাকার সব জাতির শত্রু জানিও সর্বজন।
সুযোগ পেলেই ছোবল মারিবে নীল বিষ দিবে তোরে,
কেনো যে তাহারে ধরিয়া রাখিস আদর-সোহাগে ওরে?
পশুদের দল হত্যার নেশায় জাগিয়া উঠোরে জাতি,
সূর্য টানিয়া নিবে যে তাহারা দিবসে আনিবে রাতি।
সত্যাগ্রহের মন্ত্র নিয়েই হত্যা করিব সব,
অত্যাচারীর রক্ত দিয়েই হবে আজ উৎসব।
বিষয়: সাহিত্য
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন