অদহনীয় চন্দ্রিকা
লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ২২ জানুয়ারি, ২০১৩, ১১:০৫:১১ রাত
মন তোমারই সাগর সদৃশ
বলেছিলে পাহাড়কে,
সব ভনিতা বুঝতে পারি;
এখন দেখি কাহার কে?
ঢেউয়ের ভেতর নাগিন ফণা
ফোঁসফুসিয়ে উঠে যে,
সত্যালোকের শুভ্র হাসি
ছড়ায়ে দেই তুলে নে।
পাহাড় চুঁড়ায় মগ্ন রবো
পার্বতী তুই আসিস নে,
জলের তলে ফণা তুলে
চাপা হাসি হাসিস নে।
আমার দেশে আমিই রাজা,
আমিই প্রজা- মহৎজন;
নিজের ভেতর তৈরী করি
জলের ধারা- পস্রবন।
বিষয়: সাহিত্য
১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন