কালের শপথ
লিখেছেন লিখেছেন কবীর হুমায়ূন ২০ জানুয়ারি, ২০১৩, ১১:৫৫:৪৯ রাত
নিশ্চয়ই মানুষ সমূহ বিপদেই আছে,
বিপদ তার প্রজ্জ্বলিত অনলের মতো
চারিপাশে লেলিহান শিখা ঘিরিয়াছে;
ভীত-সন্ত্রস্ত এই মানুষজাতি নিয়ত।
চারিদিকে খুন ধর্ষণ অন্যায় অ-দ্বীন
ঝঞ্ঝাবাতে বিক্ষিপ্ত মানব জাতি;
ঘোলা চোখে খোঁজে শান্ত-সুদিন
বাঞ্ছাবর্ত্ম তরে করিছে আরতি।
আয়ুষ্কালের বিপদ মুক্তির তান-
সৎকর্ম ভালোবাসা একক সত্ত্বায়;
সত্য ন্যায় ধৈর্যের উপদেশ দান
যুগ ও কালের বিপদ মুক্তির উপায়।
[ আল কোরআন-এর ১০৩ নম্বর 'সুরা আছর'-এর
ভাবদর্শনের আলোকে ]
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন