রুটস পিইট, দক্ষিণ আফ্রিকা

লিখেছেন লিখেছেন হাসান আল বান্না ১৯ জানুয়ারি, ২০১৩, ০৫:০৮:১৪ বিকাল



বিশাল বপুর লোকটিকে দেখলে প্রতিবার একই কথা মনে পড়ে মুসার – ‘জোকার’।

অফিসে নতুন আসা লোকটি দেখতে বোহেমিয়ানদের মত, দৈর্ঘ প্রস্থ আর বিশাল থাবার এত বড় মানুষ মুসা কল্পনাও করেনি কখনও। প্রথমদিন পরিচয়ের পর হাত মেলাতে গিয়ে টের পেল মুসা, এই লোকের সামনে সে এখনও নাদান বালক মাত্র। ভদ্রলোক হাত বাড়িয়ে নিজের পরিচয় দিলেন রুটস পিইট, উত্তর আফিকায় জন্ম, পড়ালেখা জার্মানীতে আর এ অফিসে বসে সে কোম্পানীর একটি রিজিয়নের ফিনান্স দেখাশুনা করবে।

পিইট এর বিশাল হাতের ভেতর নিজের হাতের অস্তিত্ব ভূলে গিয়ে ভাবল মুসা – ফিনান্স ‍! এই জোকার কিনা একজন ফিনান্স অফিসার? একটু আগে তাকে দেখে সে ভাবছিল সিকিউরিটি কর্তা হবে হয়ত। ভদ্রলোক হাতটা ছেড়ে দিতেই হাফ ছেড়ে বাঁচল মুসা, এর পর থেকে তার সাথে দেখা হলে কেবল একটি শব্দই মনে পড়ে – জোকার।

ক’দিন পরেই প্যানট্রিতে দেখা ভদ্রলোকের সাথে। ভোরে সবাই এ অফিস এসেই হানা দেয় প্যানট্রিতে, সাজানো গোছানো কোনার রুমটিতে চা কফি তৈরির প্রয়োজনীয় সবই আছে, নিজের পছন্দের অপসনগুলো সেট করে ষ্টার্ট এ ক্লিক, ধুমায়িত কাপ হাতে ছুটে আসে নিজের টেবিলে, নির্দিষ্ট সময়ের আগেই নিজ নিজ ডেস্কে হাজির হয় সবায়, কফির কাপে চুমুক দিয়ে কাজে ডুবে যাওয়ার ভান করে।

- হাই, গুড মর্নিং মুসা –হাত বাড়িয়ে দিয়ে সহাস্যে বলল পিইট।

হাতটা গুড়িয়ে না দিলেই হল – ভাবতে ভাবতে বলল মুসা

- গুড মর্নিং পিইট, কেমন আছেন?

- খুব ভাল, তা দিন কাল কেমন কাটছে তোমার, গরমটা একটু তেতে উঠেছে এই শহরে - তাইনা? আমিতো রেন্ট করা কারটা নিয়ে ঝামেলায়ই পড়লাম – এক নি:শ্বাসে বলতে লাগল পিইট।

- তা তুমি এত লম্বা দাড়ি রেখেছ কেন মুসা?

কোন প্রশ্নের উত্তর দেবে ভাবছে মুসা, ভাবনাটা ঝেড়েই বলল -

- হাঁ গরম বাড়ছে একটু, এপ্রিল থেকে আরও বাড়বে মিষ্টার পিইট, ৫০ ডিগ্রির কাছাকাছি পৌছুবে।

- খুবই ব্যস্ত বুঝি আজ কাল, দাড়ি কি রেখেই দিয়েছো?

এই লোক নাছোড় বান্দা, জবাব না দিলে এক পাও নড়বে না নিজের জায়গা থেকে, কঠোর কিছু বলে বসবে? নাহ, আজ কাল দাড়ি দেখলে সবাই ভ্র কোঁচকায়, আকাড়ে ইঙ্গিতে বলতে চায় তোমাকে মুসলিম জঙ্গির মত লাগছে দেখতে... মোল্লা হয়ে গেলে নাকি... ইত্যাদি।

- না মিষ্টার পিইট, আমি তো দাড়ি রাখিনি ! চেহাড়ায় আশ্চর্য ভাবটা ধরে রেখে জবাব দিল মুসা।

- হা হা হা হা, দাড়ি রাখনি? হাসির দমকে পিইট এর বিশাল শরীর দুলছে ডানে বায়ে।

- না আমি কোন দাড়ি রাখিনি মিষ্টার পিইট। নিরপরাধ ভাবটি ধরে রেখে বলল মুসা।

- মানে, কি বলতে চা্ও মুসা? মুখে এত্তো দাড়ি আর বলছ দাড়ি রাখোনি?

- আপনার ধারণা আমি দাড়ি কোথাও থেকে এনে নিজের গালে লাগিয়ে নিয়েছি? না, তেমন কিছুই করিনি আমি, দাড়ি আপনা থেকেই গজায় আমার গালে আর আমি জাষ্ট কিছুই করছি না। আমার তো বরং আপনাকেই প্রশ্ন করা উচিত মিষ্টার পিইট, দাড়ি কেটে ফেলছেন কেন আপনি ? এটা কি অস্বাভাবিক নয়?

চলবে...

কৃতজ্ঞতা: শেখ কামাল আল মক্কি

=======আমার আগের লেখাটি:

মহাবিশ্বের ‘কজ’ বা ‘কারণ’ = স্রষ্টা?

বিষয়: সাহিত্য

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File