কিসের ভিত্তিতে পাকিস্তানি ক্রিকেটার পেতে আশাবাদী বিসিবি?
লিখেছেন লিখেছেন কাজী সাহাদাত হোসেন রুবেল ১৪ জানুয়ারি, ২০১৩, ১১:১৭:০০ রাত
বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের আশ্বস্ত করা হয়েছে পাকিস্তানি খেলোয়াড় পাওয়া যাবে। রোববার রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ড. মল্লিক জোর গলায় বললেনও, বিপিএলে পাকিস্তানের ক্রিকেটার খেলবেই। সোমবার পাঁচজন পাকিস্তানি খেলোয়াড় ঢাকায় পৌঁছাবে এমন দাবিও ছিল তাঁর। ওসবের কিছুই এখন পর্যন্ত ঘটেনি। পাকিস্তানি ক্রিকেটার ঢাকায় আসা দূরের কথা, অনাপত্তিকর পত্র (এনওসি) পর্যন্ত আসেনি ফ্র্যাঞ্চাইজিদের হাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আদৌ তাদের খেলোয়াড় বিপিএলে ছাড়বে কি না সে তথ্যও নেই বিপিএল গভর্নিং কাউন্সিল কর্মকর্তাদের কাছে। এত অনিশ্চয়তার ভেতরেও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সোমবার সংবাদ ব্রিফিংয়ে জানালেন, পাকিস্তানের খেলোয়াড় পাওয়ার ব্যাপারে আশাবাদী তাঁরা। অদ্ভুত যুক্তিও দিচ্ছেন বিসিবি এডহক কমিটির এই কর্মকর্তা,‘পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে আমাদের সভাপতির যে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে এতে করে পাকিস্তানে খেলোয়াড় পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এছাড়া সংবাদ মাধ্যমে যেভাবে খবর আসছে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া পিসিবির কাছ থেকে এখনও পাইনি। সেক্ষেত্রে আমরা আশাবাদী হতেই পারি।’বিপিএলে খেলোয়াড় ছাড়ার বিনিময়ে বিসিবির কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চাচ্ছেন জাকা আশরাফ। বলতে গেলে বিসিবিও সে পথেই এগোচ্ছে। সোমবার জরুরী বোর্ড সভায় পাকিস্তানে নিরাপত্তা পরিদর্শক দল পাঠানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। বোর্ড থেকে বিষয়টি পিসিবিকে এরই মধ্যে জানিয়েও দিয়েছে। এখন পাকিস্তানের প্রত্যুত্তর পাওয়ার অপেক্ষায় বোর্ড,‘সিকিউরিটি পরিদর্শক দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং আজ বোর্ড থেকে একটি চিঠিও দেওয়া হচ্ছে। কাল বোঝা যাবে কী উত্তর আসে।’পাকিস্তানের মিডিয়াতে জাকার প্রতিক্রিয়া প্রতিদিনই ছাপা হচ্ছে দেশের সংবাদমাধ্যমগুলোতে। সেখানে পিসিবি প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তাদের খেলোয়াড়দের প্রতিশ্রুতি এবং খেলার সূচি দেখে সিদ্ধান্ত নিবে। এতে বিপিএলে খেলোয়াড় না পাঠানোর প্রচ্ছন্ন হুমকিও যে আছে তা বুঝতেই পারছে না বিসিবি। বিপিএলের কর্মকর্তারা উল্টো যুক্তি দেখাচ্ছেন পিসিবি থেকে খেলোয়াড় না পাঠানোর কোনো সিদ্ধান্ত তাদের কাছে আসেনি।
পিসিবি তার খেলোয়াড়দের এনওসি দিবে কি দিবে না, সেটা তাদের একান্ত সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত বিসিবিকে জানানোর কথাও নয়। এছাড়া বিসিবিও তো খেলোয়াড় চেয়ে পিসিবিকে চিঠি দেয়নি। তাহলে কিসের ভিত্তিতে আশ্বস্ত হচ্ছে বিসিবি?তবে পাকিস্তানের ক্রিকেটার না পাওয়া গেলে নিলামে অবিক্রিত থাকা খেলোয়াড়দের নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সে প্রস্তুতিও বিপিএল গভর্নিং কাউন্সিলের আছে বলেই জানালেন আফজালুর রহমান সিনহা।
বিষয়: বিবিধ
৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন