টুডে ব্লগের কাছে প্রত্যাশা
লিখেছেন লিখেছেন বখতিয়ারের ঘোড়া ১৫ জানুয়ারি, ২০১৩, ১০:৪৭:১৮ সকাল
প্রত্যাশাগুলো নিম্নরূপ.....
* কাউকে ব্যক্তিগত আক্রমণ করে নয়,সবাই সবার প্রতি সম্মান রেখে যেন লেখাগুলো আসে
* আক্রমণ যেন যুক্তি দিয়ে হয়
* গালি গালাজের যেন এখানে কোন স্থান না হয়
* এ ব্লগ যেন কোন রাজনৈতিক পক্ষের মূখপাত্রে পরিণত না হয়
* শুধু রাজনীতি নয়, অন্য সব বিষয়ে যেন সমৃদ্ধ লেখা আমরা লেখি
* সর্বোপরি টুডে ব্লগ যেন জাতীয় প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারে
বি.দ্র. টুডে ব্লগের বাহ্যিক চেহারা আরো আকর্ষনীয় করার দাবী জানাচ্ছি। রংগুলো আরো সহনীয় করা প্রয়োজন। এটা বেশ চোখে লাগে
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন