সবুজের জন্য বিশ্বভ্রমণে বাংলাদেশী দম্পতি

লিখেছেন লিখেছেন মিকি মাউস ০১ জুলাই, ২০১৫, ১২:৫৬:২৫ রাত



‘রাইড ফর গ্রিনার আর্থ’ স্লোগান নিয়ে মোটরসাইকেলযোগে বিশ্বভ্রমণে বের হয়েছেন বাংলাদেশী এক দম্পতি। চলতি বছরের ১৯ মে থেকে শুরু হওয়া ভ্রমণের উদ্দেশ্য জনগণের মাঝে জলবায়ু বিষয়ক সচেতনতা তৈরি করা।

ভারত, নেপাল, ভুটান, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ভ্রমণ শেষে বর্তমানে বাংলাদেশী এ দম্পতি মালয়েশিয়ায় অবস্থান করছেন।



এ দম্পতির পরবর্তী গন্তব্য থাইল্যান্ড। তার আগে তারা ব্রুনাই, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, কম্বডিয়া এবং মিয়ানমার সফর করবেন।

বিশ্বভ্রমণে বের হওয়া দম্পতি হলেন মোহাম্মদ শাহেদ ফেরদৌস (৪৭) এবং ফাতেমা সুলতানা শামা (৪২)।

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রমণপথে বিভিন্ন পুস্তিকা ও লিফলেট বিতরণ করছেন বাংলাদেশী এ দম্পতি। আর এ প্রচারাভিযানের খরচ মেটাচ্ছেন নিজস্ব অর্থায়নেই।



ভ্রমণ মিশন প্রসঙ্গে শাহেদ ফেরদৌস বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সোচ্চার হওয়া সকলেরই দায়িত্ব, সবারই উচিত এ ব্যাপারে এগিয়ে আসা। আর এ লক্ষ্যে আমাদের বিশ্বভ্রমণ।’

স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক একটি পণ্য বিপণন প্রতিষ্ঠানের ম্যানেজার এবং আন্তর্জাতিক পরিবেশক মোহাম্মদ শাহেদ বলেন, ‘আমরা চেষ্টা করেছি আমাদের ভ্রমণকৃত প্রতিটি দেশে রোড শোর মাধ্যমে মানুষকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতন করতে। প্রতিটি দেশের গণমাধ্যমকেও এ বিষয়ে সচেতন করতে চাই।’

জলবায়ু পরিবর্তনের ফলে তাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ওপর সম্ভাব্য বিধ্বংসী প্রভাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে শাহেদ বলেন, ‘আমাদের আছে ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারসহ অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হতে বসেছে।



তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এমনও মানুষ রয়েছে, যারা উপকূলীয় অংশে বসবাস করছে। জলবায়ু পরিবর্তনের সময় যখন পানির উচ্চতা বাড়তে থাকবে তখন নিম্নাংশ প্লাবিত হবে। তাই জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন থাকা দরকার।’

ভ্রমণের পথে কোনো সমস্যা হয় কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝে মাঝে বাইক নষ্ট হয়ে যায়। তবে নষ্ট হলে আমি নিজেই বাইক ঠিক করি। বাইকটি একটু ভিন্ন মডেলের হওয়ায় এর পার্টস সব স্থানে পাওয়া যায় না, ফলে পুরো এক সেট যন্ত্রাংশ আমি সঙ্গে রেখেছি।’

বাংলাদেশ বেতারের উপস্থাপিকা ফাতেমা বলেন, ‘আমরা যদি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতায় সম্পৃক্ত করতে পারতাম তাহলে এটিকে সবাই গুরুত্ব দিত।’



২০১৩ সালে প্রথম মোটরসাইকেলে করে ইন্ডিয়া, নেপাল, ভুটানে সাড়ে তিন মাসের ভ্রমণ করেন এ দম্পতি।

বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে বিশ্বভ্রমণের এ চিন্তা মোহাম্মাদ শাহেদ ফেরদৌসের মাথায় আসে সর্বপ্রথম ১৯৯১ সালে। এর পর ১৯৯৮ সালে বাইসাইকেলের মাধ্যমে তিনি সর্বপ্রথম বিশ্বভ্রমণ শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবারের মোটরসাইকেলযোগে ভ্রমণ।

এ দম্পতির ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করতে পারেন http://www.globaladventure.com.bd এই ঠিকানায়।

নিউজ লিংক-

http://www.thereport24.com/article/113181/index.html

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File