ইয়াবার রাজধানী টেকনাফে...
লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৫ জুন, ২০১৫, ১০:২৯:২০ সকাল
কক্সবাজার থেকে সেন্টমার্টিন পরিবহনে করে টেকনাফের কেয়ারী জেটিতে নামতেই কয়েক যুবক দৌড়ে এসে নিচু স্বরে বলল- 'মামা, লাগবে, বিয়ার, হুইস্কি, ব্র্যান্ডি, ভদকা, ইয়াবা আছে। এখানে কম দামে পাবেন। তাছাড়া সেন্টমার্টিনে ওগুলো পাবেন না।
আমরা তো অবাক, বলে কি এরা। এসব মাদকদ্রব্য এখানে পাওয়া এত সহজ?
দাম জানতে চাইলে বলল- এখানের চেয়ে কম দামে দেশের আর কোথাও পাবেন না।
এরই মধ্যে পঞ্চাশোর্ধ এক লোক এসে বলল, বিদেশি অরিজিন্যাল ইয়াবা আছে, কম রেট-এ রাখবো। কত পিস নিবেন?
লোকটির এমন কথায় অবাক হলাম। তিনি কি করে আমাদেরকে ইয়াবা কেনার কথা বললেন। আমরা তার ছেলে তো নয় নাতির বয়সি।
তাকে বললাম, দুই এক পিস নয় আমাদের অনেক পিস লাগবে দিতে পারবেন। স্ব-হাস্যে তিনি জানালেন কয় হাজার পিস লাগবে, শুধু বলেন।
বুঝলাম আমরা এখন ইয়াবাসহ মাদকের রাজধানীতে অবস্থান করছি।
এভাবে প্রকাশ্যে মাদক বিক্রি চললেও আইনশৃংখলা বা প্রশাসনের এ ব্যাপারে মাথাব্যাথা আছে বলে মনে হল না।
তবে টেকনাফ থেকে ফেরার পথে চারটি স্থানে বিজিবির চেকিং অবাক করার মত। এক জায়গায় তো গাড়ি থেকে সবাইকে নামিয়ে দিয়ে চেক করা হল।
এভাবে আর কত পিস ইয়াবার চোরাচালান হয়, মূল চালান থেকে যায় ধরা ছোয়ার বাইরে।
তাছাড়া, অযথা সাধারণ মানুষকে হয়রানি না করে যেখান থেকে দেশের অভ্যন্তরে এসব মাদক প্রবেশ করছে সেখানে টাইট দিলেই পারে।
ইয়াবা তথ্য- ইয়াবা (থাই অর্থ পাগলা ঔষধ) একধরনের নেশাজাতীয় ট্যাবলেট। এটি মূলত মেথঅ্যাম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রন। কখনো কখনো এর সাথে হেরোইন মেশানো হয়।
অধিকাংশ ক্ষেত্রে এটি খাওয়ার বড়ি হিসাবে সেবন করা হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ধাতব ফয়েলে পুড়িয়ে ধোঁয়া হিসাবেও এটিকে সেবন করা হয়ে থাকে। এই মাদকটি থাইল্যান্ডে বেশ জনপ্রিয়, এবং পার্শ্ববর্তী দেশ বার্মা থেকে এটি চোরাচালান করা হয়।
এছাড়া বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক দেশেই এই মাদকের বিস্তার ঘটেছে।
বিষয়: বিবিধ
২৮৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হতভাগা জাতিকে নিয়ে কিছু লিখার জন্য অনেক ধন্যবাদ।
টেকনাফ থেকেই সারা দেশে যাচ্ছে এই জিনিস।
মন্তব্য করতে লগইন করুন