ফিরে এসো মাকসুদ...

লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৩ এপ্রিল, ২০১৪, ১০:৫৬:১৯ রাত

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ



রাজধানীর বাড্ডায় এইচএসসি (আলিম) পরীক্ষার্থী মাকসুদুর রহমান মানিক (১৮) নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় উত্তর বাড্ডা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। মানিকের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে। সে মৃত মো. রমজান আলীর ছোট ছেলে।

মানিকের বড় বোন ফেরদাউস জানান, মানিক বাড্ডায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশুনা করছিল। আজ (বুধবার) তার এইসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।



কিন্তু গতকাল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরে ছাত্রাবাসে খোঁজ নিয়ে জানা যায় সকাল থেকেই মানিক হোস্টেলে নেই।



ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে হোস্টেলের কাউকে কিছু না বলে বের হয়ে মানিক আর ফিরে আসেননি।



এ ব্যাপারে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ১৪৫।

কেউ সন্ধান পেলে প্লিজ জানাবেন..।

এম.এস.নাঈম

ফোন: ০১৯১১৩৩২২৮৫

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202307
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,,আল্লাহ তায়ালা যেন তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন
202325
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
সুমাইয়া হাবীবা লিখেছেন : আল্লাহ সহায় হোন। ফি আমানিল্লাহ।
202350
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৩:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হে আল্লাহ তুমি তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দাও অচিরেই ...................আমিন।
202351
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৩:০৭
ভিশু লিখেছেন : Sad Sad Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File