চুল...
লিখেছেন লিখেছেন মিকি মাউস ১১ ডিসেম্বর, ২০১৩, ০১:৩২:৩৪ দুপুর
সাত সকালে এক বন্ধুর ফোন, কই তুই...? বললাম বাসায়। পান্থপথ মোড়ে আয়। অপেক্ষা কর বলে ১০ মিনিটের মাথায় চলে আসলাম।
চা এবং আড্ডার এক পর্যায়ে বন্ধুটি আমার টি-শার্টে একটি চুল (সম্ভবত নারীর) আবিস্কার করলো এবং আমাকে ক্ষেপানো শুরু করলো। এতো চরম লজ্জার ব্যাপার... এই চুল আসলো কোথেকে...?
চিন্তায় পড়ে গেলাম, চিন্তার এক পর্যায়ে গতকাল রাতের কথা মনে পড়লো।
গতকাল রাতে ভাইয়ার বাসা থেকে নিজের বাসায় ফেরার পর এক মগ (হাফলিটার) হরলিক্স বানিয়ে একটু একটু করে খাচ্ছিলাম। এরমধ্যে এক পুরোনো দোস্তের ফোন।
কানে হেডফোন লাগিয়ে হরলিক্স খাচ্ছি ও তার সঙ্গে কথা বলছি। এ সময় আরো একটি কল আসায় পাশে থাকা মোবাইলটা হাতে নিতে গিয়েই ঘটলো বিপত্তি। পুরো মগ হরলিক্স আমার গায়ে ও বিছানায় পড়ে একাকার। মুহুর্তেই সব ভিজে গেল। তাড়াতাড়ি উঠে সব পরিস্কার করলাম। কিন্তু এই শীতে (তোষক, কাথা ছাড়া) ঘুমাবো কিভাবে?
হঠাৎ মনে পড়লো ছোট বোনের (মামাতো বোন ভার্সিটি কোচিং করতে ঢাকায় এসে হোস্টেলে ছিল, যাওয়ার সময় তার অনেক জিনিষপত্র আমার কাছে রেখে যায় পরে নিবে বলে।) লেপ তোষক তো আমার কাছে আছে, সেগুলো বিছিয়ে ঘুমালেই তো হয়। পরে সেগুলো বিছিয়ে রাতটা কাটালাম এবং মনে মনে তাকে ধন্যবাদ দিলাম।
বেডে তার পড়ে থাকা চুলই আমার টি-শার্টে লেগে ছিল। মনে পড়তেই দুজন মিলে আবার ও হাসলাম কিছুক্ষণ।
তখন টিভিতে প্রচারিত একটি এ্যাডের কথা মনে পড়ে গেল। একবুড়ি আরেক বুড়োকে বলছে তোমার শার্টে কার চুল? বুড়োর উত্তর, চুল! এ তোমার দেখার ভুল। বুড়ির পাল্টা রাগ, পুরুষ মানুষের বিশ্বাস আছে...?
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন