কষ্টের দেবী
লিখেছেন লিখেছেন মিকি মাউস ২১ জুলাই, ২০১৩, ০২:৪৫:২৭ দুপুর
ছোট বেলায় খুব বেশি ছবি দেখতাম। অভিনেতাদের অনবদ্য অভিনয়ে কখনো মন খারাপ হতো আবার কখনো আনন্দ পেতাম।
তেমনই একজন ছিলেন বাংলা ছবির কিংবদন্তী নায়িকা শাবানা। তার অভিনীত ছবি দেখার পর ভাবতাম এমন মানুষ পেলে জীবনে আর কিছু চাই না আমার। হেসে খেলে জীবন কাটিয়ে দেওয়া যাবে এর সাথে।
বাস্তবে সেই শাবানাই আমার জীবনে এসেছিল 'মম'' হয়ে। বরং তার চেয়েও বেশি কিছু হয়ে। বেশি এজন্য বললাম, শাবানা পরিচালকের কথায় অভিনয় করেছিল আর দেবী বাস্তবেই এমন গুণী মেয়ে।
'দেবী' র সাথে পরিচয় হবার সময়কার কথা।
সদা হাস্যজ্জ্বল এবং মিশুক প্রকৃতির একটি মেয়ে। সহজেই অন্যকে আপন করে নেওয়ার সেকি এক আকর্ষনী শক্তি তার মাঝে।
নিজের কি কাজ আছে তার চেয়ে অন্যের উপকার করতে পেরেই সে যেন অনেক বেশি আনন্দ পেতো। এককথায় পরোপকারী।
বাজি ধরে বলতে পারি কেউ একবার তার সাথে কথা বললে কোনদিন তাকে ভুলতে পারবে না। এমনই একটি মেয়ে দেবী।
কিন্তু এই হাসিখুসি মেয়েটির মনে যে পাহাড় পরিমান দু:খ চাপা দেওয়া ছিল সেটা সে অন্যকে তো দুরের কথা আমাকেও বুঝতে দেয়নি কখনও।
সর্বক্ষন আমার কিভাবে কল্যাণ হয় তা ভাবতে ভাবতেই তার সময় পার হয়ে যেত।
তার সবচেয়ে বড় গুণ ছিল কোন কিছু ঘটার আগেই সে ব্যাপারে সাবধান করতো। যার প্রমান আমি কয়েকবার হাতে নাতে পেয়েছি।
দেবী কি সত্যি ভালো আছে আমাকে ছেড়ে গিয়ে? নাকি আমাকে ছাড়ার বিরহে নতুন করে আরেকটি কষ্ট বাসা বাধলো আমার দেবীর বুকে?
ভালো থেকো দেবী, অনেক অনেক ভালো।
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন