তার ভালোথাকা

লিখেছেন লিখেছেন মিকি মাউস ১৯ জুলাই, ২০১৩, ১০:৫৩:৪১ রাত



আজ তাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো? খুব কষ্ট করে শুকনো গলায় বলল, ‘ভালো আছি, খুব ভালো।’

তারপর আবার ও জিজ্ঞাসা করলাম সত্যি কেমন আছো? এবার আর কথা বলছে না। অনেক পর ক্ষীণ কণ্ঠে বলল দেখতেই পাচ্ছো কেমন আছি।

আমি জানি তুমি ভালো নেই। এবং এও জানি কতটা কষ্ট করে তুমি এই ভালো আছি কথা টা বলেছো। কতটা ভালো আছো তা বুঝলাম ফেইসবুকে একবার কথা বলতে চাওয়ার সাথে সাথে ফোন করাতেই।

তুমি জাননা পাথর চাপা কষ্ট বুকে নিয়ে প্রতিটা মুহুর্ত কাটাচ্ছি আমি। তবুও বলছি আমি খুব ভালো আছি। এজন্য বলছি, ভালো যে আমাকে থাকতেই হবে।

ঐই রকম ভালো থাকা যেমন ভালো থাকে একজন ফ্রন্ট ডেস্ক এ জব করা মেয়ে। যে মেয়ে শত সমস্যা মনে চাপা রেখেও মুখে একটি হাসি ঝুলিয়ে রাখে। কারণ এটাই তার চাকুরী।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File