ফুল এবং নর্দমা

লিখেছেন লিখেছেন মিকি মাউস ১৮ জুলাই, ২০১৩, ০৪:১০:২২ বিকাল



‘মম’ আমাকে ছেড়ে গিয়ে তুমি কি সত্যি সুখে আছো? হয়তো আছো নয়তোবা নেই। সে যাই হোক আমি কিন্তু খুবই ভালো আছি। অনেক অনেক ভালো। আসলে আল্লাহ আমাকে ভালো রেখেছেন।

তুমি চলে যাওয়ার পর যে কথাটি আমাকে উদ্দেশ্য করে বলেছ সে সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়।

ফুল এবং নর্দমা:

ফুল: পৃথিবিতে এমন কোন মানুষ নেই যে ফুলকে ভালোবাসে না বা পছন্দ করে না। সবাই চায় ফুলটিকে তার নিজের করে পেতে। এবং সে জন্য সুন্দর এই ফুলটিকে যেখানেই পায় সেখান থেকেই নিয়ে আসতে চায়। ভালোবেসে ফুলটিকে নিজের খুব কাছে রাখতে চায়। সেক্ষেত্রে ফুলটিও তাকে আশাহত করে না। তার সুন্দর ঘ্রাণ ছড়িয়ে দিয়ে আপ্রাণ চেষ্টা চালায় ব্যক্তির মনকে সতেজ রাখতে। আর সেই ব্যক্তিও একটু পরপরই ফুলটির দিকে তাকিয়ে সতেজতা অনুভব করে।



আর সেই ফুলটিই যখন তার যৌবন হারিয়ে ফেলে মানে সুবাস ছড়ানো বন্ধ হয়ে শুকিয়ে যায়, তখনই সে আর ফুল থাকে না। সেটি তখন শুধু মাত্র আবর্জনাই হয়ে যায়। আর তাকে ফেলে দেওয়াটাই সময়ের দাবী হয়ে পড়ে।

ঠিক যেমনি ভাবে কোন প্রেমিক-প্রেমিকা তাদের মিলনের জন্য দুই পরিবারের বাধার মুখে পালিয়ে গিয়ে একসাথে বসবাস করে। তাদের মাঝে ভালোবাসা এতটাই থাকে যে একজন আরেকজনকে ছাড়া কোন কাজই করে না। খাবার না খেয়ে অপেক্ষায় থাকে প্রিয় মানুষটি কখন আসবে। তারপর সে খাবার খাবে।

এক্ষেত্রে আমাদের সমাজে ছেলেদের চেয়ে মেয়েরা একটু বেশি এগিয়ে। খাবারও খাবে না প্রিয় মানুষটি না আসা পর্যন্ত। এজন্য বসে থাকবে রাত দুপুর পর্যন্ত। সালাম সেই সকল নারীদের।

কিন্তু সেই নারীরই অন্যরূপ দেখা যায় যখন সন্ধ্যারাতে প্রাণপ্রিয় স্বামীটি মৃত্যুবরণ করে। তারপর তাকে হাজারও চেষ্টা করলেও বাকী রাতটুকু সেই নারী ওই স্বামীর সাথে একা থাকবে না। ভয়েই মারা যাবে। এমন ঘটনা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।

নর্দমা: নর্দমার কথা একবার ভেবে দেখুন। এটি আমাদের প্রাত্যহিক জীবনে কতটা প্রয়োজনীয়। যার প্রয়োজন সবসময় আমরা অনুভব করে থাকি।

এই নর্দমা আমরা নিজেদের প্রয়োজনেই তৈরি করে থাকি। যা সর্বদাই আমাদের উপকারে আসে।



একটু পরিস্কার পরিছন্ন থাকার জন্য আমাদের কতনা প্রস্তুতি। নিজেকে সাফসুতরো করতে আমরা যে পানি ব্যবহার করে থাকি তা গিয়ে সরাসরি নর্দমায় পড়ে। আর তা যদি না হতো তাহলে ভেবে দেখুন আপনার বাসায় তা ছড়িয়ে পড়তো। ব্যাপারটা কেমন বিশ্রি তাই না?

আপনি কি মেনে নিবেন যে আপনার বাসায় বসার ঘরে সবসময় ময়লার দুর্গন্ধ আসবে। না এটা ভাবাই যায় না।এই আবর্জনা ফেলার জন্য যদি নর্দমা না থাকতো তাহলে তা কোথায় যেতো? নর্দমা আছে বলেই আবর্জনা গুলো সেখানে ফেলা হয়। সুতরাং এটাও অতি প্রয়োজনীয়।

যাক ভালোবাসা আসলে মনের ব্যাপার। যার ভিত্তি বিশ্বাস উপর। এর মাঝে অবিশ্বাস বাসা বাঁধলে সেটি আর টিকানো অসম্ভব হয়ে পড়ে।

জানি না আমাদের ভালোবাসায় অবিশ্বাস জন্ম নিয়েছে কিনা? আর তা নিলে কেন নিয়েছে তাও জানি না।

তোমাকে আমি কখনো কোন ব্যাপারে অপরাধী করবো না। আর করার মত তেমন কোন কাজও তুমি করনি যে তোমাকে অপরাধী করবো।

আর সবচেয়ে বড় ব্যাপারটি হলো আমি যে তোমাকে ভালোবাসি।

বিষয়: বিবিধ

১৭৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File