কষ্টে ভরা জীবন
লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৫ জুলাই, ২০১৩, ০২:২২:১০ রাত
জীবনে হাতে গোনা কয়েকটি হিন্দি ছবি দেখেছিলাম। তার মাঝে একটি ছবির কথা মনে পড়ে সেটি ‘মুজছে সাদি কারোগি।’ ছবিটিতে একটা ব্যাপার আমার এখনও মনে পড়ে তা হলো, সালমান খান নায়িকার মন জয় করতে যাই করে তা তার বিপরীতে যায়।
এমনকি সিনেমার শেষ দৃশ্যে নায়িকাকে নিজের করে পাওয়ার পরও খুশিতে বুম ছুড়ে মারলে তা গিয়ে পড়ে নায়িকার বাবার মাথায়।
আমার অবস্থা এখন ঠিক তেমন। তার মন জয় করতে যাই করি সবই আমার বিপক্ষে যায়। মন গলাতে পারি না তার। কিভাবে বুঝাবো কতটা ভালো তাকে আমি বাসি। কি করতে পারি তাকে ফিরে পাওয়ার জন্য?
আজ এমন হইছে অফিস থেকে আসার সময় আনমনে তার কথা ভাবতে ভাবছিলাম। একসময় রাস্তার মধ্য খান দিয়ে চলতে লাগলাম। সাথে আরেক সহকর্মী হঠাৎ করে টান দিয়ে রাস্তার পাশে ফেললো। ব্যাপার কি এমন করলেন কেন? বলতেই তার ধমকের সাথে জবাব, মরার ইচ্ছা থাকলে গলায় ফাঁসি দেন।
তাছাড়া কয়েকদিন ধরেই কাজে ও পড়াশুনায় মন বসাতে পারছি না। পড়ার সময় তার চিন্তা, কাজের সময় তার চিন্তা। প্রতিটা মুহুর্তে অদৃশ্য থেকে কে যেন তাড়া করে ফিরছে। এই জুজু আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলছে।
কি করবো এখন বুঝতে পারছি না। এতদিন বিরহ ছিল শুধু মম’র জন্য। কিন্তু এখন তার সাথে এসে জায়গা করে নিল সদ্য ছেড়ে আসা আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আরটিএনএন। একজনের বিরহে জীবন যায় যায় অবস্থা তার মাঝে আরেক টা।
কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো? ও আল্লাহ আমাকে এসব থেকে মুক্তি দাও। আমি মুক্তি চাই এসব থেকে মুক্তি।
বিষয়: বিবিধ
২৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন