এসএসসি পরিক্ষায় কোন ছেলে অংশগ্রহন করেনি

লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৮:৩৪ সন্ধ্যা



দুঃখজনক হলেও সত্যি, এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের কোন ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি !!!!

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ছবি গুলো দেখলে আপনার এমনই মনে হতে পারে। পত্রিকায় পরীক্ষার্থীদের যেসব ছবি ছাপানো হয়েছে তার সবগুলোই অপেক্ষাকৃত সুন্দরী, হালকা আবেগময় কিছু ললনা। টিভি চ্যানেলের খবরেও একই অবস্থা। কেবলমাত্র মেয়েদের পরীক্ষার কেন্দ্রগুলিকেই হাইলাইট করা হয়েছে। আমাদের ফুলের মত চরিত্রবান মিডিয়া কর্মীরা দেশের কোন পরীক্ষা কেন্দ্রে কোন ছেলে পরীক্ষার্থী খুজে পান নি!

আমরা সবাই একদিকে নারী অধিকারের কথা বলি, কিন্তু অন্যদিকে বিজ্ঞাপনের নামে নারীকে পণ্য করে চালিয়ে দেই। "ছেলেদের আন্ডার ওয়ার থেকে শুরু করে বাচ্চাদের ললিপপ" সব বিজ্ঞাপনে সুরসুরি বেগমদের হাজির করা চাই! যারা বাচ্চাদের বডি লোসনের বিজ্ঞাপনে বাচ্চার চেয়ে মায়ের বডিকে প্রাধান্য দেয় তাদের মুখে নারী অধিকারের বুলি কেমনে মানায়????

দিন দিন আমরা নারী অধিকারের কথা বলি আর বাসে, বিভিন্ন জায়গায় নারী ধর্ষন করি। বড় বড় বাক্য ছুড়ে দেই।

নারীরা কি আসলেই কোন পন্য না তারাও মানুষ। আসুন, নারীকে পন্য না করে তাদেরকে আমাদের সহধর্মী হিসেবে গ্রহন করি....।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File