‘নির্বাচনের পদ্ধতি রাজনীতিকরাই ঠিক করবেন’

লিখেছেন লিখেছেন মিকি মাউস ৩১ জানুয়ারি, ২০১৩, ০৪:৪০:৫৯ বিকাল



আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা রাজনীতিকরা সংসদে বসে ঠিক করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

তবে যেকোনো অবস্থায় নির্ধারিত সময়ে নির্বাচন করতে ইসি প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

সিইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

কাজী রকিব উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আইন অনুযায়ী সংসদ নির্বাচনের জন্য আদালত যে সময় নির্ধারণ করে দিবে, তা থেকে এক-দুদিন এদিক-সেদিক হতে পারে। তবে ৯০ দিনের মধ্যেই আমরা নির্বাচন করতে প্রস্তুত রয়েছি।’

সীমানা নির্ধারণের কাজ চলছে, শিগগিরই এর খসড়া প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পরও যারা বাদ পড়েছেন, তাদের যে কোনো সময় ভোটার হওয়া সুযোগ রয়েছে।

এ সময় হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন সিইসি। এতে দেখা গেছে, তালিকায় প্রায় ৮ (৮.১) শতাংশ ভোটার বেড়েছে। এবার মোট ভোটার হয়েছেন ৯ কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৬২ লাখ ১ হাজার ৮৭১ জন। আর নারী ভোটার ৪ কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৯৮১ জন।

হালনাগাদের পূর্বে মোট ভোটার ছিল ৮ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার ৪০০ জন।

জানা গেছে, গত বছরের ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে তা গত ১৫ ডিসেম্বর শেষ হয়। ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয়।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File