‘সিএ’ পরীক্ষায় শীর্ষে অটোরিকশা চালকের মেয়ে
লিখেছেন লিখেছেন মিকি মাউস ২৪ জানুয়ারি, ২০১৩, ১২:৫৭:৩৫ দুপুর
অল ইন্ডিয়া চাটার্ড অ্যাকাউন্টেন্সির (সিএ) প্রথম হলেন অটোরিকশা চালক জয়কুমার পেরুমালের মেয়ে প্রেমা জয়কুমার(২৪)। মুম্বাইয়ের শহরতলি মালাডেতে একটা ঘরেই বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকেন প্রেমা।
সিএ-এর শীর্ষস্থান অধিকারীরা শিরোনামে প্রায় আসেনই না। কিন্তু চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত অসম লড়াই করেও এই সাফল্য বছর চব্বিশের তরুণীকে জায়গা করে দিয়েছে লাইমলাইটে।
এখন সারা দেশ থেকে আসা অভিনন্দনের জবাব দিয়ে সময় পার করছেন প্রেমা। বড় বড় অনেক চাকরির প্রস্তাবও আসতে শুরু করেছে ইতোমধ্যে।
প্রেমার বাবা জয়কুমার পেরুমল পেশায় অটোচালক। তামিলনাডু থেকে জয়কুমার রুজির টানে বেশ কয়েক বছর ধরেই পরিবার নিয়ে বাণিজ্যনগরী মুম্বাইয়ের বাসিন্দা।
মেয়ের সাফল্যে স্বভাবতই খুশি জয়কুমারের পরিবার। রেজাল্ট হাতে পেয়ে প্রেমা বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। কঠোর পরিশ্রমেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি।’
মোট ৮০০ নম্বরের মধ্যে ৬০৭ নম্বর পেয়েছেন প্রেমা। এই সাফল্যের সব কৃতিত্বই বাবা-মাকে দিয়েছেন তিনি।
বি.কমের রেজাল্টে ৯০ শতাংশ পাওয়া প্রেমা মুম্বাই ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় হয়েছিলেন। ফলে তার এই দুর্দান্ত সাফল্যে অবাক নন প্রতিবেশীরা।
বড় বড় করপোরেট অফিসে হিসাব রক্ষণাবেক্ষনের তদারকির চাকরির ক্ষেত্রে ‘সিএ’ সহায়ক ভুমিকা পালন করে থাকে। হিসাববিজ্ঞানে সবচাইতে জটিল পরীক্ষা হিসেবেও মনে করা হয় এই সিএ পরীক্ষাকে।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন