পদ্মার ভালবাসা
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৬ জানুয়ারি, ২০১৩, ১১:২২:৪৫ সকাল
পদ্মার চরে ছোট কুঁড়ে ঘর
ওই আমাদের বাড়ি,
ছোট ডিঙ্গা বেয়ে এপার ওপার
পদ্মারে দেই পাড়ি।
কখনও ডিঙ্গায় জীবন কাটে
এভাবেই করি বাস,
শুকনো মরসুমে পদ্মার চরে
করি খেসারির চাষ।
দুটি কালো গাই বকরী পাঁচটি
আর ছিল এক এঁড়ে,
গত বছরের বর্ষা মরসুমে
পদ্মা নিয়েছে কেড়ে।
চাষের জমি তিরিশ বিঘা
আগেই ফেলেছে গিলে,
বাবা ছিল গাঁয়ের বড় গৃহস্থ
এখন পদ্মার জেলে।
ওইযে দেখ ওই-যে ওখানে
উথাল-পাথাল ঢেউ,
ওই খানে ছিল আমাদের বাড়ি
বিশ্বাস করবে কেউ।
সব খেয়েও তার ক্ষুধা মেটেনি
এখনও ক্ষুধায় কাঁদে,
বর্ষা এলেই এ চরও যাবে
পদ্মার গহীন খাদে।
আমি কাঁদিনা একটু কখনও
নেই কোন অভিমান,
পদ্মারে আমি ভালবাসি খুব
তুই যে আমার প্রাণ।
বিষয়: সাহিত্য
১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন