আকাশ I আমি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ জানুয়ারি, ২০১৩, ১০:৪২:২৩ সকাল

আমার ভীষণ ইচ্ছে করে

নীল আকাশে উড়তে,

পাখির মত ডানা মেলে

সারা জগত ঘুরতে।

কোথা থেকে সূয্যি মামা

এত আলো পায়,

সন্ধ্যাবেলা আধাঁর ঢেকে

কোথায় সে পালায়?

রাতের বেলায় তারার পাড়ায়

এত ঝিকিমিকি,

ঐ তারাদের ছেড়ে আমি

কেমন করে থাকি!

চাঁদটা এত ভালো কেন

মিষ্টি আলো দেয়,

শ্বেত-শুভ্র ভালোবাসায়

মনটা কেড়ে নেয়।

নীল আকাশে যাচ্ছে উড়ে

সাদা মেঘ ওই,

ওদের সাথে বলব কথা

ওদের বাড়ি কই?

কিসের দুঃখে কাঁদে ওরা

বৃষ্টি পড়ে ঝরে,

হঠাৎ কোথায় যায় হারিয়ে

কোথায় থাকে পড়ে!

মাঝে মাঝে তোমরা সবাই

দিও আমায় দেখ,

আকাশ আমার বন্ধু হবে?

আমি ভীষণ একা।

বিষয়: সাহিত্য

৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File