নিঃস্ব হওয়ার কাহিনী

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৪ জানুয়ারি, ২০১৩, ০৩:১৮:২৬ দুপুর

চাকরিতে আর দিন চলে না

করব কি তাই ভাবি,

উর্ধ্বগতির এই বাজারে

খাচ্ছি শুধুই খাবি।

ক্ষোভে মরি বাজার দেখে

দেখে লোকের কান্ডজ্ঞান,

তাল মিলিয়ে চলছি তবু

ভাল থাকার করছি ভান।

গিন্নি বলেন রাত্রি-দিন

একটা কিছু করো,

চাকরি চলুক এরই সাথে

ব্যবসা কিছু ধরো।

ঘুম আসেনা জেগে ভাবি

রাত্রে যখন শুই,

হঠাৎ করেই মাথায় এল

একের ভেতর দুই!

চাকরি করেও ব্যবসা আমি

করতে পারি বেশ,

স্বচ্ছলতা আসবে এবার

অভাব হবে শেষ।

সব গুছিয়ে এক করিলাম

পঁয়সা কিছু ছিল,

অফিস হতে চেয়ে নিলাম

অগ্রিম কিছু বিলও।

দৌড়ে গিয়ে মতিঝিলে

বিও হিসাব খুলে,

খুশি মনে দিলাম সবই

ওদের হাতে তুলে।

জুঁয়ার মত লাভ করিলাম

বাড়লো টাকার লোভ,

উর্ধ্বগতির এই বাজারেও

রইল না আর ক্ষোভ।

হঠাৎ করে শেয়ার বাজার

উঠল যেন ফেঁপে,

সবাই তখন ঢালছে টাকা

দেখল না কেউ মেপে।

কোটিপতি হওয়ার আশায়

লোন করিলাম আরো,

হচ্ছি প্রায় কোটিপতি

ধার ধারিনা কারো।

কৌশলে সব জুঁয়ারীরা

টাকা নিল তুলে,

আমরা সবাই চুপসে গেলাম

উঠল ওরা ফুলে।

ফাঁদ পেতে সব ভুতের দলে

নিল সবই লুটে,

সব হারিয়ে বেকুব আমি

মরছি মাথা কূটে।

প্রতি মাসে লোন শোধিতে

হাত হয়ে যায় খালি,

সকাল-বিকাল খাচ্ছি তবু

পাওনাদারের গালি।

এই শেয়ারের ফান্দে পড়ে

কান্দে সারা বিশ্ব,

লোভ-লালসার শেয়ার বাজার

করল আমায় নিঃস্ব।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File