সেই পাখিটি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৮ মার্চ, ২০১৩, ১০:৫৩:৩৩ সকাল



হাজার পাখির মেলার মাঝে

সঙ্গী ছাড়াই একা,

সেই পাখিটি সকল সময়

এক ধারে যায় দেখা।

কোন সুদূরের ওপার হতে

সেই পাখিটি নিত্য এসে,

খেয়াল ভুলে আপন মনে

একা একা রইবে বসে।

সেই পাখিটি গানের পাখি

গাইতে পারে গান,

গান ভূলে সে চুপটি করে

কিসের অভিমান!

হাজার সূরের মাঝেও সেতো

সূর মেলাতো সূরে,

সেই পাখিটি হেথায় বসেও

শতেক মাইল দূরে।

সবার সাথে তাল মিলিয়ে

করত পাখি খেলা,

সেই পাখিটি এখন কেন

কাটায় একা বেলা!

সেই পাখিটির সঙ্গী পাখি

কোন শিকারীর ফাঁদে,

হারিয়ে গেছে অনেক দূরে

তাই পাখিটি কাঁদে।







বিষয়: সাহিত্য

১৫৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File