কাঠাল খাওয়ার নিয়ম-কানুন!Happy Happy

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২০ জুলাই, ২০১৬, ১০:৪৯:১৪ সকাল



গ্রামে একটা কথা আছে, দুঃখ ভাগাভাগি করলে কমে আর আনন্দ ভাগাভাগি করলে বাড়ে।

-

তাই আনন্দ ভাগাভাগি করলাম।

পাকা কাঠাল হল একটা আনন্দ!

কিছু আত্মীয়-স্বজন, দ্বীনি ভাই-ব্রাদার আজ সকালে ভাগ করে কাঠাল খাইলাম, আলহামদুলিল্লাহ।

যদিও কাঠাল আমার তেমন পছন্দের ফল নয়, অনেক দিন পর কাঠাল খাইলাম। তবে মাশা আল্লাহ! খেতে গিয়ে খারাপ লাগে নাই! অফিস থেকে গিয়ে আবার খাব ইনশা আল্লাহ।

-

কাঠাল খাইতে গিয়ে আমি কিছু সমস্যার মুখোমুখি হয়েছি। সেগুলোর সমাধান আমি পেয়েছি। আপনাদের জন্য তুলে ধরলাম। সবার উপকার হলে আমার ভাল লাগবে।

-

০১) প্রথমে ডাবল প্রস্থ পেপার(পুরাতন খবরের কাগজ) ফ্লোরে বিছিয়ে তার উপর কাঠাল রাখুন।

০২) ঘরের দরজা-জানালায় পর্দা এঁটে দিন, তাছাড়া ছুটে আসবে বড় বড় ডুমো মাছি! বোমা ফেলা ড্রোনের মতো ভোঁ ভোঁ করে উড়তে থাকবে আপনার মুখের সামনে!

০৩) সাবান দিয়ে হাত ভালভাবে ধুয়ে নিন।

০৪) এবার হাতে ভালভাবে খাঁটি সরিসার তেল মাখিয়ে নিন। আঠার হাত থেকে বাঁচতে।

০৫) একটা গামলা বা বড় বাটিতে কাঠালের কোষ তুলে রাখুন।

০৬) কাঠালের কোষ তোলার সময় ভুল করেও কাঠাল খাবেন না। আঠায় খবর হয়ে যাবে!

০৭) আর যদি সে সময় খেতেই চান তাহলে গোঁফ ভাল করে ছোট ছেটে নিন যদি আপনার কবির ভাইয়ে মতো ঝাঁটাওয়ালা গোঁফ থাকে তবে গোঁফে পর্যাপ্ত তেল মেখে নিন।

০৮) যাদের লম্বা দাড়ী আছে তারা খুব সাবধান! একবার দাড়ীতে আঠা লাগলে চুইংগামের মতো কামড় দিয়ে ধর! তাই বাম হাতে দাড়ী বুকের সাথে চেপে ধরে ডান হাতে কাঠাল খান।

০৯) খাওয়ার পর উচ্ছিষ্ট প্রতিবেশির গরু থাকলে দিতে পারেন। বিচিগুলো ধুয়ে তুলে রাখুন। মলা মাছ দিয়ে ভাল চচ্চরি খাওয়া যা।

১০) ফ্রেশ হয়ে মুখ-হাত ধুয়ে ঘরে এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন। কাঠালের গন্ধ দূর হয়ে যাবে।



বিষয়: বিবিধ

২৩০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374993
২০ জুলাই ২০১৬ দুপুর ০২:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার কাঁঠাল কে খাইল!!!!
বিচি গুলা রেখে দেবেন কিন্তু। ইছা শুটকি দিয়া কাঠাল বিচির মত মজার খানা আর নাই!!
২৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৩৩
311103
নেহায়েৎ লিখেছেন : আপনার কাঠাল মনে হয় পাকে নাই ভাই। জি বিচিগুলো রেখে দিয়েছি।
375022
২০ জুলাই ২০১৬ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : মহীলাদের কাঁঠাল খাবর কোন টিপ্স আছে কি? যখন চুটিয়ে কাঁঠাল খেতাম তখন গোঁফ থাকলেও দাড়ি ছিল না। এখন যদিও কাঁঠাল খাওয়ার সম্ভাবনা কম;তবুও জেনে রাখলাম। বর্ণনা মা শাআল্লাহ। ধন্যবাদ।
২৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৩৪
311104
নেহায়েৎ লিখেছেন : ভাই মাহিলারা খায় খুব কম তাও অগোচরে। কেমনে খায় বুঝি না। কেমন আছেন?
২৩ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
311111
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ, ভাল আছি। দেশে এলে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। ইসহাক খান সায়হেব দু মাসের সময় চেয়েছিলেন যা দু মাস আগেই পার হয়েছে। তিন বছর পার হল উনি টাকা নিয়ে য়াদা করেও আমার কাজটা করলেন না। দেখা বা কথা হলে একটু মনে কিয়ে দেবেন প্লীজ। ইমেইলের উত্তর দেননা, ফোন ধরেন না। আমি বেশী কথা বলতে চাইনা। কিন্তু আমি নিরুপায়। ভাল থাকেন।
375023
২০ জুলাই ২০১৬ রাত ০৮:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া আপনার পোস্ট পড়ে তো কাঁঠাল খেতে ইচ্ছে করছে। কি করি এখন?
২৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৩৫
311105
নেহায়েৎ লিখেছেন : ওয়াআলাইকমু সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। নিজের গাছে না থাকলে কিনে ফেলুন একটা। এখনও দাম বেশি বাড়ে নাই।
375371
২৭ জুলাই ২০১৬ দুপুর ০১:০১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এত ঝামেলার কারণে বিশেষ করে আঠার জন্য কাঁঠাল পছন্দ নয় আমার। তবে কাঁঠাল এর বিচি দিয়ে শুটকী ভর্তা বেশ পছন্দ করি। এছাড়া কাঁঠাল বিচি দিয়ে চিংড়ী মাছ, লইট্যা শুঁটকী খেতেও বেশ মজার।
৩০ জুলাই ২০১৬ দুপুর ১২:৪৯
311360
নেহায়েৎ লিখেছেন : জি ভাই কাঠাল খাওয়া আসলেই ঝামেলা। তবে বিচি সবাই পছন্দ করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File