কালকের দুইটা ঘটনা।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৯ জুন, ২০১৬, ১০:৫৪:২৪ সকাল

ঘটনা-০১(অবিশ্বাস্য)

জ্যামের কারণে হেটেই বাসায় যাওয়ার চিন্তা করে হাটতে থাকলাম। উত্তর বাড্ডায় গিয়ে ফলের দোকানে মালটার দাম দেখলাম কেজি ১২০ টাকা। ভাবলাম বাসার কাছে গিয়ে কিনব, এতদূর থেকে টেনে নিয়ে কি লাভ!

বাসার নিজেদের এলাকার কাছে গিয়ে এক দোকনে দাম জিজ্ঞেস করতেই বলল কেজি ১৩০ টাকা!

ভাবলাম আরো একটু এগিয়ে যাই। গিয়ে ভ্যানের উপর এক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, বলল কেজি ১৪০ টাকা একদাম!!

আরো একটু এগিয়ে গিয়ে এক দোকানে জিজ্ঞেস করলাম। বলল কেজি ১৫০ টাকা একদাম!!!

আজ মালটা কিনব না ভেবে হাটা দিলাম। বাসার কাছাকাছি গিয়ে ভ্যানের উপর একজনকে পাইলাম। জিজ্ঞেস করলাম কেজি কতো? বলল,১২০টাকা।

নিলাম এককেজি। আলহামদুল্লিাহ বেশ ভাল মিষ্টি।

-

ঘটনা-০২

আমাদের মহল্লায় প্রবেশ মুখে এক মুরুব্বির সাথে দেখা। তিনি বললেন, একটু দাড়ান আপনার সাথে কথা আছে।

জিজ্ঞেস করলাম, কি কথা?

মুরুব্বী-আপনার জানাশোনা কোন ভাল কোবরেজ আছে?

আমি- কোবরেজ কেন? কার অসুখ?

মুরুব্বী- আমার পরিবারের। উপরান্তির সমস্যা! মারাত্বক জাহির করে। এলাকার মসজিদের ঈমাম-মুয়াজ্জিন সবার পানি পড়া, তেল পড়া, কাগজ পোঁড়া ধূঁয়া সব করেছি কাজ হচ্ছে না।

আমি-ডাক্তার দেখাইছেন?

(মুরুব্বী আমার এই কথা এড়িয়ে গেলেন) সম্ভবত তার ডাক্তারে বিশ্বাস নাই। কারণ ডাক্তার উপরান্তির সমস্যা দূর করতে পারবে না।

মুরুব্বী- কয়েকবার তাবিজ দিলাম কিন্তু ছিড়ে ফেলে দেয়! আপনি ভাল একটা কোবরেজ এর সন্ধান দেন।

আমি- দেখি আমার জানাশোনা তেমন ভাল কোন কোবরেজ নাই।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371514
০৯ জুন ২০১৬ সকাল ১১:২৬
হতভাগা লিখেছেন : উত্তর বাড্ডা থেকে কি উত্তর দিকে হাটা দিছিলেন ? উত্তরে তো দাম বেশী চাইবেই ।

মুরুব্বীকে এপোলো না ইউনাইটেডের কথা বলতেন - উনার পরিবারে অসুস্থতা বাপ্পাপ করে পালাতো।
371538
০৯ জুন ২০১৬ দুপুর ০৩:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দেশটাতো মগের মুল্লুম, যে যেভাবে পারে, সেইভাবেই ব্যবসা করে, কোনো নীতিমালা নাই।
371550
০৯ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : একেই বলে লাাম ছাড়া বাজার ঘোঁড়া। যার যা খুশি দাম হাঁক।
বিশ্বাসের ব্যাপার আরকি? উনার বিশ্বাস কোবরেজই উপযুক্ত।ধন্যবাদ।৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File