টাকা-পঁয়সা মারাত্বক এক জিনিস!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৫ জুন, ২০১৬, ০৯:৪৪:৫৬ সকাল
টাকা-পঁয়সা মারাত্বক এক জিনিস! অত্যন্ত দরকারী এক জিনিস। বেঁচে থাকতে গেলে টাকা-পঁয়সা দরকার। এর অপব্যবহার মানুষকে বিপথগামী করে।
-
আমি যদি কখনও কারো কাছে টাকা পাওনা থাকি চাইতে লজ্জা বোধ করি। সেটা যাদের কাছে পাই তারা জানেন।
কলেজে পড়ার সময় আমি টিউশনি করতাম। আমার পকেট খরচ বা হাত খরচ যা-ই বলি ভালভাবে চলে যেত। কিন্তু যখন মেসে উঠলাম, তখন এই টিউশনি আমার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিল। চার/পাঁচটা টিউশনি করতাম।
-
কিন্তু সবচেয়ে বিব্রত কর অবস্থা হল আমি কখনই কোন বাসা থেকে টাকা চাইতে পারতাম না! দেখা গেল আমার মেসের বাজার করার টাকা নাই! আমি না খেয়ে আছি সারাদিন কিন্তু লজ্জায় কোন ছাত্রের কাছে টাকা চাইতে পারছি না!
-
বেশিরভাগ সময় কোন কোন ছাত্রের মা-বাবা আমার চার/পাঁচ মাসের টাকা বকেয়া রাখত। এমন কি টিউশনি ছেড়ে দিয়েছি প্রায় ১২/১৩ বছর হবে। তবু কোন কোন ছাত্রের বাসা থেকে চার/পাঁচ মাসের টাকা পাওনা আছি। আমার চলাফেরার মধ্যে একটা ভাব ছিল যে আমি খুব ভাল আছি। আলহামদুলিল্লাহ।
-
হয়তো আমার এই চলাফেরা দেখে ছাত্রের মা-বাবা মনে করত আমার কোন অভাব নাই! স্যারের টাকা দুই/চার মাস পরে দিলে কি এমন ক্ষতি! অথচ এই বড়লোক আমি তখন রাত্রে হয়তো চার টাকা দিয়ে দু্ইটা চিতই পিঠা খেয়ে পানি খেয়ে রাত কাটাইলাম। আলহামদুলিল্লাহ।
চাকরি আমার ভাল লাগত না। আল্লাহর রহমতে এখন মোটামুটি ভাল একটা চাকরি করি। কয়েকবার ব্যবসা করতে গিয়ে বেশ কয়েক লাখ টাকা ঋণ করে ফেলি। এখনও সব ঋণ শোধ দিতে পারিনি। কিন্তু ব্যবসা হয় নি! তবে হাল ছাড়িনি আল্লাহর রহমতে। চাকরির পাশাপাশি চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস একদিন ভাল একটা কিছু হবে ইনশা আল্লাহ।
-
বেতন পেয়ে মাসে মাসে ঋণ শোধ করছি। কোন কোন পাওনাদার চোখ-মুখ বন্ধ করে কথা বলে। তারা লজ্জা পায় না, কিন্তু আামি লজ্জা পাই!
-
কোন কোন পাওনাদার বেশ ভাল তারা আমার কাছে কখনও টাকা চায় না। কিন্তু আমি চিন্তা করি যদি তাদেরটা আগে দিতে পারতাম। কোন সময় মারা যাই ঠিক নাই। সব সময় আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা টাকা ঋণ শোধ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়।
-
আমিও কয়েক জনের কাছে বেশ কিছু টাকা পাই। যেটা চাইতে আমি মারাত্বক লজ্জা বোধ করি! তাদের মধ্যে কেউ কেউ এত গরীব যে মনে হয় আর টাকা চাইব না! কত বছর হয়ে গেল টাকা দেয় না।
-
কেউ কেউ মোটামুটি ভাল অবস্থানে আছেন। কিন্তু সমস্যায় জর্জরিত থাকায় তাদের কাছে টাকা চাইতে বিশাল সংকোচ লাগে!
-
দুই/একজন ইসলামপন্থী ভাই ইসলামের ছদ্মবেশে টাকা মেরে দিয়ে উধাও হয়ে গেল!!!
-
ইনশা আল্লাহ সামনে আশার আলোর বিন্দু দেখা যাচ্ছে। আল্লাহ চাহেন তো সুদিন আসছে বলে।
দোয় চাই সবার কাছে।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
টক-মিষ্টি-বেজায় ঝাল আচারের মত মজাদার!!
আমার কর্জ আছে হাজার ২ টাকার মত।
মানুষ টাকা পেলে আমার মনে হয় মাথায় হাতুড়ি পড়ছে।
তাই এ-থেকে যথা সম্ভব দূরে থাকি।
আল্লাহ আপনার সমস্ত কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন।
আমীন
মন্তব্য করতে লগইন করুন