আমার দোস্তের সাথে দেখা হল।
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৪ জুন, ২০১৬, ০২:৪৪:২২ দুপুর
অনেক দিন দোস্তের সাথে দেখা নাই। গতকাল জুম্মাবার বিকেল বেলা দোস্তের এলাকায় একটা কাজে যাব, তাই ভাবলাম দোস্তকে একটা ফোন দেই।
আমি- আসসালামু আলাইকুম. তুই কই?
দোস্ত-আমি বাসায়। তোর কি খবর? তুই কই?
আমি- বাসা থেকে বের হইছি। তোর এলাকায় আইতাছি। একটা কাম আছে। তুই বের হ। আমি বাসায় যামু না। সময় নাই। তাছাড়া লুঙ্গি পইরা বের হইছি। এভাবে তোর বাসায় যামু ন।
দোস্ত- ঠিক আছে কাছাকাছি আইসা ফোন দিস। আমি নামমু নে।
আমি- আচ্ছা।
-
হাটতে হাটতে দোস্তের এলাকার কাছে গিয়ে ফোন দিলাম।
আমি- দোস্ত তুই নাম, আমি আইয়া পড়ছি। একসাথে আসরের নামাজ পড়ে কামডা সারমুনে।
দোস্ত- তুই মসজিদে নামাজ পড়। আমি বাসায় পড়ে বের হচ্ছি।
আমি- আরে! বাসায় পড়বি কেন? মসজিদে আয়। জামাতে পড়ি।
দোস্ত-না আমি বাসায় পড়মু। তুই মসজিদে পড় আমি আইতাছি।
-
এর পর আমি আরো হাটতে হাটতে দোস্তের এলাকার এক মসজিদে গেলাম। গিয়ে আসরের সালাত আদায় করে। বের হয়ে দোস্তকে ফোন দিলাম।
আমি- তুই কই? আমি মসজিদের সামনে দাড়িয়ে আছি।
দোস্ত-তুই মসজিদ থেকে বামদিকে আয় এসে দেখবি স্বপ্ন দোকান আছে। এর পর ওয়ালটন এর শো-রুম। এই শোরুম এর সামনে দাড়া আমি নামতাছি।
আমি-দেরী হয়ে যাবে রে। তুই এত ধরে নামতাছি নামতাছি করস নামস না ক্যা? তাড়াতাড়ি বাসা থেকে নাম।
দোস্ত-আমি নামতাছি তুই ওয়ালটন এর শোরুম এর সামনে আয়।
-
আমি পূনরায় হাটতে হাটতে ওয়ালটন এর শোরুম এর সামনে গিয়ে দাড়ালাম। গিয়ে কিছু সময় দাড়িয়ে থেকে সময় কাটানোর জন্য এদিক-ওদিক একটু হাটাহাটি করলাম। তারপর আবার দোস্তকে ফোন দিলাম।
আমি-তুই কই? আমি সেই কখন থেকে ওয়ালটন এর শোরুম এর সামনে দাড়িয়ে আছি! তোর কতক্ষণ লাগে নামতে?!?
দোস্ত-এই নামতাছি খাড়া।
-
আমি আবার বেশ কিছু সময় অপেক্ষা করে। উল্টা হাটা দিলাম। আর দাড়াব না। যথেষ্ট সময় অপেক্ষা করা হয়েছে। এবার আমার কাজের উদ্দেশ্যে হাটা দিলাম। কিছুদূর যখন চলে এসেছি তখন দোস্ত ফোন দিল।
দোস্ত-তুই কই?
আমি- চলে এসেছি। এই প্রায় খালপাড়ে। আমার কাজ আছে আমি গেলাম।
দোস্ত- তুই দাড়া আমি আইয়া পড়ছি।
আমি-ঠিক আছে তাড়াতাড়ি আয়।
আমি অপেক্ষা করতে থাকলাম আবার। এক সময় দোস্ত এল।
দাঁত বের করে হাসি মুখে!
আমি-রেগে বললাম, তোর বাসা থেকে নামতে সময় লাগল প্রায় এক ঘন্টা। আমি এত দূর থেকে এলাম ১৫মিনিটে!
দোস্ত- আবার দাঁত বের করে-একটা সিনেমা দেখতেছিলাম!
-
(আমি মনে মনে কই এর লাইগাই কি আসরের নামাজ বাসায় পড়তে চাইলা্? আর মনে মনে চিন্তা করলাম ভাল কাম করছি টিভি কিনি নাই)
দোস্ত- কি কামে আইছস? ক।
আমি-ডায়াবেটিস গাছ কিনমু একটা। নেটে দেখলাম বনশ্রীতে পাওয়া যায় তাই আইলাম।
দোস্ত আর আমি মিলে খুঁজে পেলাম না। পরে দোস্ত তার স্মার্ট ফোন বের করে গুগলে একটা সার্চ দিয়ে বনশ্রীর কোথায় কোথায় নার্সারী আছে সেটা বের করে ফেলল। কিন্তু কোন নার্সারী খুঁজে পেলাম না!
একজন বিড়িওয়ালা যাচ্চিল দোস্ত তাকে ডাক দিল। এই এদিক আয়।
আমি-শোন আমি থাকা অবস্থায় বিড়ি খাইতে পারবি না। আমি চলে যাই এর পর খা।
দোস্ত- তুইতো কিছুই খাস না তা তোর চেহারা এমন কালা কুত্তার মতো ক্যা?!?
আমি- আমিতো আগে থেকেই কালো। কালো হওয়ার সাথে সিগারেট বিড়ি খাওয়ার কি সম্পর্ক?!?
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কেমন রঙ্গ!!!
মন্তব্য করতে লগইন করুন