পীরের কাছে মুরীদ হওয়া ফরজ!

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৩ এপ্রিল, ২০১৬, ১০:৩৮:২০ সকাল

কুরআনের নির্দেশ অনুযায়ী ফরজ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ (সুবHappy। ইরশাদ হচ্ছে:

إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ অর্থ: “বিধান দিবার অধিকার আল্লাহরই।”(সূরা ইউসুফ ১২:৪০)

আল্লাহ (সুবHappy আরও ইরশাদ করেছেনঃ

أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ অর্থ: “জেনে রেখো সৃষ্টি এবং বিধান তাঁরই।”(সূরা আরাফ ৭:৫৪।

পীর-সূফীদের আক্বীদাহ হলো পীরের কাছে মুরীদ হওয়া ফরজ। যেমন চরমোনইয়ের পীর সাহেব ‘মাওয়ায়েজে এসহাকিয়া’ নামক কিতাবে বলেন: ‘পীরের কাছে মুরীদ হওয়া ফরজ’। তিনি আরও বলেন, ‘যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন। কোনই ক্ষতি নাই।’ (‘মাওয়ায়েজে এছহাকিয়া’ সৈয়দ মা:মো: মোমতাজুল করীম রচিত: পৃষ্ঠা নং: ৫৫-৫৬ ) এছাড়া তিনি আরও বলেন: ‘যার কোন পীর নাই তার পীর শয়তান।’ এজন্য তারা একটি আরবী বাক্য তৈরী করেছে যাতে সাধারণ মানুষের আরবী দেখে এটাকে কুরআন-হাদীস মনে করে বিনা আপত্তিতে মেনে নেয়। সে বাক্যটি হলো: مَنْ لَيْسَ لَهٌ شَيْخٌ فَشَيْخُه شَيْطَانٌ অর্থ: “যার কোন পীর নাই তার পীর শয়তান।” (‘ভেদে মারেফাত বা ইয়াদে খোদা’ মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক রচিত: পৃষ্ঠা নং: ২৩।)

এ আরবী বাক্য শুনে অনেকেই এটিকে হাদীস বলে বিশ্বাস করে অথচ এটি কোন হাদীস নয় পীর-সূফীদের মনগড়া একটি বাক্য মাত্র। পীরদের যতগুলো সিলসিলা রয়েছে প্রায় সকলের আক্বিদাই এরকম । যেমন চরমোনাই পীরদের আক্বিদাহ তাদের বই থেকে উপরে উল্লেখ করা হলো।

এনায়েতপুরী পীর ও তার অনুসারীদের আক্বীদাহ-বিশ্বাসও একই রকম। তাদের রচিত কিতাব ‘শরীয়তের আলো’ নামক কিতাবে উল্লেখ আছে, ‘পীর ধরা সবার জন্য ফরজ’।( ‘শরীয়তের আলো’ খাজা বাবা এনায়েতপুরী সাহেবের অনুমোদন ক্রমে মাওলানা মো: মকিম উদ্দিন প্রণীত। প্রকাশক পীরজাদা মৌ: খাজা কামার উদ্দিন (নুহ মিয়া)।)

সুরেশ্বরী পীর লিখেছেন: ‘পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দেগী কবূল হয় না।'(নুরে হক গঞ্জে নুর, পৃষ্ঠা নং ২৫, সুরেশ্বর দরবার এর পক্ষে সৈয়দ শাহ নূরে মঞ্জুর মোর্শেদ (মাহবুবে খোদা) ও ভ্রাতাগণ কর্তৃক প্রকাশিত, একদশ সংস্করণ ১৯৯৮।)

বিষয়: বিবিধ

২২১৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364517
০৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৪
আবু জান্নাত লিখেছেন : যে সমস্ত বইয়ের রেফারেন্স দিয়েছেন, তা অবশ্যই আপনার পঠিত বই।

প্রবাসে আছি হিসাবে এসব বই থেকে যাচাই করা সম্ভব নয়, যদি পারেন বা সম্ভব হয়, তবে স্ক্রিনশঠ দেওয়ার জন্য বিনিত অনুরোধ করছি।

যাতে করে আমার মত হক অনুসন্ধানীরা উপকৃত হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।



০৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৪
302368
নেহায়েৎ লিখেছেন : সবগুলো এখন কাছে নাই। ভেদে মারফত আছে সেখান থেকে কিছু দিলাম। পড়ে দেখুন। আরো বহু শয়তানী কথা এদের কিতাবে পাবেন। যার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই।
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৫
302376
আবু জান্নাত লিখেছেন : সালাম ভাইয়া, সব গুলোর স্ক্রীনশঠ প্রয়োজন নেই, যেগুলো ইসলাম বিরোধী আকীদাহ, সেগুলোর প্রমাণ পেলে ঐ মানুষদের থেকে দূরে সরে থাকা যাবে। যেমনঃ-

চরমোনইয়ের পীর সাহেব ‘মাওয়ায়েজে এসহাকিয়া’ নামক কিতাবে বলেন: ‘পীরের কাছে মুরীদ হওয়া ফরজ’।


তিনি আরও বলেন, ‘যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন।


‘পীর ধরা সবার জন্য ফরজ’


‘পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দেগী কবূল হয় না।'


এই চারটি পয়েন্ট কিন্তু ইসলাম বিদ্ধেশি কথা। এইগুলোর তাহকীক খুবই প্রয়োজন। চেষ্টা চালিয়ে যান, যখন কোন প্রমান হাতে পাবেন, এই বান্দাহকে স্ক্রিনশঠ দিবেন।

শয়তান ও মানুষের পীর হতে পারে, একথা মিথ্যে নয়, তবে একথাটি একটু ব্যখ্যা সাপেক্ষ। সরাসরি ঈমান বিরোধী বলা যাবে না।

উপরোল্লেখিত ৪টি পয়েন্ট কিন্তু ভয়াভহ কথা।

ধন্যবাদ

০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৭
302421
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Surprised
০৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
302465
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই বিষয়ে আগেও শুনেছি, কিন্তু সময় করে দেখা হয়নি। খুবই ভয়ানক কথা। তবে নেতার বা আমিরের আনুগত্য করা ফরজ, যদি এমন কিছু বুঝিয়ে থাকে, তা অসুবিধা নেই। এখন প্রশ্ন হল তারা ঠিক কোনটা বুঝিয়েছেন।

০৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
302466
আবু জান্নাত লিখেছেন : এজন্য ভাই কারো শুনা কথায় বিশ্বাস করতে মন চায় না। যতক্ষণ না নিজে তা প্রমাণসহ দেখি। (তাওহীদ ও একত্ববাদ ছাড়া) কেননা শুনা কথায় বিশ্বাস করতে করতে আমরা আজ অকেটা মুখস্ত মুসলিম হয়ে গেছি। যার তার বিরুদ্ধে শুনার ভিত্তি করে গীবতে জড়িয়ে পড়ি।

অনেকে আবার সহি হাদিসের কথা বলে জয়ীফ ও জাল হাদিস ও চালিয়ে দেন। তাই তো ধর্মীয় ব্যাপারে প্রত্যেকটি কথা প্রমাণসহ পেলে ভালো লাগে। @সাকা ভাই।
364522
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২২
নেহায়েৎ লিখেছেন :
০৪ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৮
302457
আবু জান্নাত লিখেছেন : সালাম ভাইয়া, সব গুলোর স্ক্রীনশঠ প্রয়োজন নেই, যেগুলো ইসলাম বিরোধী আকীদাহ, সেগুলোর প্রমাণ পেলে ঐ মানুষদের থেকে দূরে সরে থাকা যাবে। যেমনঃ-

১। চরমোনইয়ের পীর সাহেব ‘মাওয়ায়েজে এসহাকিয়া’ নামক কিতাবে বলেন: ‘পীরের কাছে মুরীদ হওয়া ফরজ’।


২। তিনি আরও বলেন, ‘যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন।


৩। ‘পীর ধরা সবার জন্য ফরজ’


৪। ‘পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দেগী কবূল হয় না।'


এই চারটি পয়েন্ট কিন্তু ইসলাম বিদ্ধেশি কথা। এইগুলোর তাহকীক খুবই প্রয়োজন। চেষ্টা চালিয়ে যান, যখন কোন প্রমান হাতে পাবেন, এই বান্দাহকে স্ক্রিনশঠ দিবেন।

শয়তান ও মানুষের পীর হতে পারে, একথা মিথ্যে নয়, তবে একথাটি একটু ব্যখ্যা সাপেক্ষ। সরাসরি ঈমান বিরোধী বলা যাবে না।

উপরোল্লেখিত ৪টি পয়েন্ট কিন্তু ভয়াভহ কথা।

ধন্যবাদ
364523
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৩
নেহায়েৎ লিখেছেন :
364526
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমার ইচ্ছে করে, এইসব পীরগুলারে বড় একটা বস্তায় ভইরা বস্তার ভিতরে কয়েকটা বান্দর ছাইড়া দিই। এরপর একটা লাঠি দিয়া বস্তার উপর বারি দিতে হবে। তাহলে বস্তার ভিতর থেকে লাফাইয়া লাফাইয়া কেরামতি দেখাইবো।
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪১
302380
নেহায়েৎ লিখেছেন : বান্দর ছাড়াই কেরামতি দেখায় ভাই। দেখেন নাই যখন তাদের ওরস হয়? কিভাবে লাফালাফি করে?!? এটাই ওদের কেরামতি।
364531
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪২
কুয়েত থেকে লিখেছেন : পিরদের বেশী সম্পদ তো ছিলনা মুরিদরাই হলো পিরদের একমাত্র সম্পদ। তাই মুরিদ ছাষকরেই তাহাদের জিবিকা নির্বাহ করেন। হক্কানী আলেম ওলামারা সঠিক ইসলামের দাওয়াত জাতির জনগণের কাছে পেশ করতে পারলে জনগণ তাদের বিরোধি হয়ে যাবে। এই বিরোধি হয়ে যাওয়ার ভয়েই ওরা এত ফতোয়া বাজি করেন যাতে জনগন সঠিক ইসলাম বুঝতে না পারে। ধন্যবাদ আপনাকে
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
302381
নেহায়েৎ লিখেছেন : আমাদের দেশের বেশিরভাগ মুসলিমই হুজুর নির্ভর কেউ পড়তে চায় না, দেখতে চায় না, শিখতে চায় না, খুঁজতে চায় না! হুজুর যা বলে তাই পালন করে। মূল সমস্যাটা এখানে।
364538
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : পবিত্র ক্বুরআনে আল্লাহ বলেছেন যে , মুশরিকরা যে মূর্তি পূঁজা করতো তার অন্যতম একটা কারণ ছিল যে তারা মনে করতো পরকালে এরা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে ।

পীর সম্বন্ধীয় এসব ঘটনার সাথে আল্লাহর বানীর মিল পাওয়া যায় ।

আল্লাহর কথাই সত্য
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৩
302382
নেহায়েৎ লিখেছেন : জি এরা মাধ্যম ধরে পীর আর ওরা ধরত মূর্তি পার্থক্য এখানেই এছাড়া আর কোন পার্থক্য নাই।
364539
০৩ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩১
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বাঁসের উপর থেকে লাফ দেওয়া এটা যানি কোথায় আছে?
০৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৪
302383
নেহায়েৎ লিখেছেন : এই লাফালাফি হল ওদের কেরামতি। এর মধ্যে মারেফত আছে ভাই।
364562
০৩ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহ এ সমস্ত পীর দের হেদায়েত দান করুক৷ ধন্যবাদ৷
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫৩
302422
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ তাদের হেদায়াত দান করুন। আর মুসলিমদের সচেতন হতে হবে তাদের থেকে।
364582
০৩ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পির দের পিরপিরানি রাখার জন্য এই ছাড়া আর উপায় কি!!!
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫৫
302423
নেহায়েৎ লিখেছেন : এখনও একদল অজ্ঞ মুসলমান পীরদের অনুসারী হয়ে ঈমান-আমল ধ্বংস করছে না জেনে না বুঝে। ইসলামকে না জানাই এর মূল কারণ।
১০
364596
০৪ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পীর মানা বা ধরা ফরজ না বললেতো ব্যবসা ভালো হয়না। কোরআন হাদীস পড়া বা অজানাকে তারা ফরজ হিসেবে মানলেওও বলতে চাইনা!!! পীরগিরি নষ্ট হয়ে যাবে বলে।
০৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:০০
302424
নেহায়েৎ লিখেছেন : এরা ব্যবসা ধরে রাখার জন্য নিজেদের ঈমান-আমল ধ্বংস করতে কার্পণ্য করে না। সাথে অন্যদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File