বাংলা বোখারী পড়লে গোমড়া হয়ে যাবেন!

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ মার্চ, ২০১৬, ০৯:৫৫:৩২ সকাল

এই স্লোগানটা একেবারেই নতুন, আজ থেকে ৪/৫ বছর আগেও এই স্লোগান ছিলো না।যদিও বাংলা বেখারী দেখেছি আজ থেকে ২০/২৫ বছর আগেও।

তবে ইদানিং দেওবন্দী আলেমগণকে প্রায়ই বলেত শোনা যায় বাংলা বুখারী পড়লে যুবকরা গোমড়া হয়ে যাবে! এবং এর বিরুদ্ধে তারা প্রায় আলোচনা-প্রচারণা চালাতে দেখা যায়।

কিন্তু ইসলামী কিতাবের নামে মানুষের ঈমান-আমল ধ্বংসকারী কিছু কিতাব ঘরে ঘরে মানুষকে গোমড়া করছে তার বিরুদ্ধে তারা কিছু বলে না। কারণ এসব কিতাব তাদের রুটি-রুজিতে কোন আঘাত করেনি! তাদের স্বার্থে আঘাত দেয়নি! তাদের কর্তৃত্বে কোন প্রভাব ফেলেনি!

-বাংলায় মাকসুদ-উল-মো’মিন পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় নেয়ামূল কোরআন পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় বেহেশতী জেওর পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় পঞ্জেখানা অজিফা পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় বারো চান্দের ফজিলত পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় ফাজায়েলে আমল পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় ফাজায়েলে হজ্জ্ব, সদাকাত পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় আশেক মাশুক বা এস্কে এলাহী পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় ভেদে মারেফত বা ইয়াদে খোদা পড়লে মানুষ গোমড়া হয় না!

-বাংলায় লজ্জাতুন্নেছা বা তাবিজের কিতাব পড়লে মানুষ গোমড়া হয় না!

- এই বাংলায় ...

শুধু বাংলায় বোখারী পড়লেই কেবল মানুষ গোমড়া হয়!!! তাই না হুজুর?!?

এই শিক্ষাই শিখেছেন মাদ্রাসায়???

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362502
১৫ মার্চ ২০১৬ সকাল ১১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বাংলা বোখারীতে কোথায় ভুল আছে-সেটা সুনির্দিষ্টভাবে তথ্যপ্রমাণ দিয়ে বলে না কেন তারা? এরা নিজেদের ছাড়া আর কাউকে আলেম মনে করে না, খুব অহংকার করে। এ নিয়ে তাদের এপ্রোচ ইসলামের সাথে যায় না। নিজেরা যে এরা কত গোমরাহীতে লিপ্ত সে হুঁশ নেই।
১৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩১
300517
নেহায়েৎ লিখেছেন : এরা অনেক জানে এই অহংকার না করলে তাদের কর্তৃত্ব মিলাদ ব্যবসা সবকিছুতে ধস নামবে। তাদের গোমর ফাঁস হয়ে যাবে! সুতরাং-----
362505
১৫ মার্চ ২০১৬ সকাল ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কারন বাকি গুলা উনাদেরই লিখা। বাংলায় বোখারি পড়লে উনাদের ফানুুুস যে ফেটে যাবে!!!!!
১৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩৫
300518
নেহায়েৎ লিখেছেন : তাদের ভয়টাতো ওখানেই। অলরেডি তাদের পিন্দনের লুঙ্গি খুলে যাওয়ার পথে!
362526
১৫ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৪
কুয়েত থেকে লিখেছেন : আসল খবর জেনে যাবে এবং তাদের দান্দাও বন্ধ হয়ে যাবে তাই এত সর্তক বানী। ধন্যবাদ আপনাকে
১৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩৬
300519
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ভাই। অনেক ব্যবসা গুটাইতে হইছে। আরো সমস্যা হইল ইজ্জত যা্ওয়ার পথে! তাই-----
362552
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৬
তট রেখা লিখেছেন : পিলাচ
১৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩৬
300520
নেহায়েৎ লিখেছেন : অনেক ধন্যবাদ।
362573
১৫ মার্চ ২০১৬ রাত ০৮:৫৫
শেখের পোলা লিখেছেন : এদের মধ্যে যে গুনটা বেশী আছে তা হল-"হামচুনী দিগার নিস্ত", আমার মত (যোগ্য) কেউ নেই৷ এটাই এদের মূল অহংকার৷ ধন্যবাদ৷
১৬ মার্চ ২০১৬ সকাল ০৯:৩৬
300521
নেহায়েৎ লিখেছেন : কিছু একটাতো থাকতে হবে। তাছাড়া ব্যবসা টিকবে কেমনে ভাই?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File