এবার উপজেলা পর্যায়ে জুমার খতিবদের ওপর নজরদারির ছক!!!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৮:৩২ বিকাল
জয়বাংলা।
মাত্র গতকাল শনিবার পুলিশ প্রধান (আইজিপি) একেএম শহীদুল হক জানিয়েছিলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন করে সদস্য মোতায়েন করা হবে। এর মাধ্যমে জুমার খৎবাসহ ওয়াজের সময় খতিবরা যাতে সরকারের কোনো ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের সমালোচনা করতে না পারেন তা নিশ্চিত করা হবে।
কিন্তু আইজিপির এ ঘোষণা আগে থেকেই উপজেলা পর্যায়ে একই রকম নজরদারির কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সম্প্রতি দেশের সব জেলা এবং উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়গুলোতে একটি ছক পাঠানো হয়েছে ( উপরে যুক্ত) যেটির মাধ্যমে সংস্থাটির কর্মীরা উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদগুলোর ইমাম/খতিবদের সম্পর্কে যাবতীয় তথ্য গোপনে সংগ্রহ করবেন। একই সাথে জুমাবার তাদের খুৎবায় কী ধরনের বক্তব্য দিচ্ছেন, সেগুলো সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যাচ্ছে কিনা, তাও মনিটর করবেন।
একটি লিখিত ছকের মাধ্যমে নিয়মিতভাবে এসব তথ্য সংগ্রহ করে কেন্দ্রে পাঠানো হবে। এর ভিত্তিকে সরকার কোনো খতিব বা ইমামকে নিজেদের স্বার্থের জন্য হুমকি মনে করলে তাকে সরিয়ে দেবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ইসলামিক ফাউন্ডেশনের তৈরি করা ছকটির শিরোনামে লেখা রয়েছে, “উপজেলা পর্যায়ে মসজিদসমুহের খুৎবার পূর্বের বয়ান/ওয়াজ সংক্রান্ত তথ্য সংগ্রহের ছক”।
সেখানে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত তথ্য সংগ্রহের কথা বলা হয়েছে।
ছকটির অন্যান্য অংশে বিভিন্ন তথ্য সংগ্রহের ঘরের পাশাপাশি “কোন মতাদর্শে বিশ্বাসী” শিরোনামের একটি ঘরও রয়েছে। সেটিতে (ক) তাবলীগ (খ) তরিকা (গ) মওদুদী জামাত (ঘ) গণতান্ত্রিক রাজনীতি (ঙ) বিতর্কিত (চ) সর্বজন শ্রদ্ধেয় আলেম-- নামে ছয়টি অপশন রয়েছে।
তথ্য সংগ্রাহকরা একজন খতিবের তথ্য সংগ্রহের পর উপরের যে কোনো একটি অপশনে ঠিক চিহ্ন দিয়ে ওই খতিবের ‘মতাদর্শ’ নিশ্চিত করে উপরের কর্তৃপক্ষকে জানাবেন।
এর বাইরে খতিবের প্রতি সপ্তাহের ওয়াজের আলোচ্য বিষয়ের ওপর আলাদা আরেকটি কলাম রয়েছে। তার সাপ্তাহিক ওয়াজের বিষয়বস্তু কী তা ওই কলামে বর্ণিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বহুল বিতর্কিত এবং দূর্নীতির অভিযোগে অভিযুক্ত মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল কর্তৃক ফের বিতর্কিতভাবে দেশের মসজিদগুলোতে ইসলামী ওয়াজ নসিহতের ওপর নিয়ন্ত্রণ আরোপকে ইসলামের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।
http://www.bdfirst.net/newsdetail/detail/200/174362
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়ের
আওয়ামি ইসলাম প্রচার এর পূর্ব প্রস্ততি!
মন্তব্য করতে লগইন করুন