আমার স্বপ্নের গাঁও

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১২ মার্চ, ২০১৩, ১০:৩১:২৮ সকাল



এই মেঠোপথ হারিয়ে গেছে

দূরের কোন গাঁয়,

রাখাল যেথায় বাজায় বাঁশি

বসে বটের ছায়।



কিষাণ যেথায় মাঠের বুকে

স্বপ্ন ফসল বোনে,

ভালবাসার আবেগ ছড়ায়

যা থাকে তার মনে।



ভালবাসার সুখের ছোঁয়ায়

ফসলগুলো হাসে,

ঝিরিঝিরি বাতাসে তাই

স্বপ্নগুলো ভাসে।



কিষাণী তাই মনের সুখে

চেয়ে মাঠের পানে,

নতুন ধানের সুবাস নিতে

মন ভরে যায় গানে।



সোনার ধানে ঢেউ খেলে যায়

বাতাস ভরা মাঠে,

মুগ্ধ কৃষক ঢেউয়ের তালে

সোনার ফসল কাটে।



নাও ভরে সব গাঁয়ের লোকে

যায় গঞ্জের হাটে,

আবীর রংয়ের আবেশ ছড়ায়

সূর্য্য নামে পাটে

















বিষয়: বিবিধ

২২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File