সিনেমা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৭ জুলাই, ২০১৫, ১০:২৯:৩৪ সকাল

এটা আমার মতামত মাত্র কেউ মাইন্ড খাইয়েন না প্লিজ!

-

-

-

স্কুলে থাকতে সিনেমা দেখতাম। কলেজে উঠার পর বাদ বলা যায়। তারপর একেবারেই বাদ। টিভি দেখতাম, কিন্তু ব্যাপক অশ্লীলতা দেখে এক সময় সিদ্ধান্ত নিলাম নিজে যখন সংসার শুরু করব জীবনে কখনও টিভি কিনব না। আলহামদুলিল্লাহ কিনি নাই। তবে পূর্বে যা দেখেছি সেখান থেকেই আমি কিছু বলতে চাই।

বাংলাদেশ-ভারত-পাকিস্থান এই তিন দেশে কিছু নামধারী মুসলিম সিনেমা তৈরী করে। তারা যদি কখনও সিনেমায় ইসলাম নিয়ে কিছু দেখায় সেটা হয় মাজার কেন্দ্রীক। এই তিন দেশের সিনেমায় ইসলাম মানেই মাজার আর পীর বাবা! স্কুলে থাকতে দেখেছিলাম-

পাগলা বাবার দরবারেতে ফেলছি চোখের জল,

বাবা কবে আসবে বাড়ি সত্য করে বল!

এই গানের মধ্যে ঝড় উঠে বাতাসের মধ্যে থেকে এক পীর বাবা এসে বর দিয়ে যায়। ছেলেটি এক সময় তার বাবাকে ফিরে পায়!!!

ইদানীং শুনছি ভারত একটা সিনেমা তৈরী করেছে 'বজরঙ্গী ভাইজান' না কি যেন নাম। সেখানেও সিনেমার কাহিনী পুরাটাই নাকি মাজার আর পীর বাবা কেন্দ্রীক! অর্থাৎ ইসলামের কাহিনী মানেই মাজার আর পীর বাবা! এভাবেই মূর্খ অজ্ঞ মুসলমানদের চিন্তা-চেতনায় ঢুকানো হচ্ছে ইসলাম মানেই মাজার আর পীর বাবা!!!

মাস কমিউনিকেশন এর ক্ষেত্রে সিনেমা একটি শক্তিশালী মাধ্যম। তাই আমি মনে করি এই শুধু দূরে থেকে ঘৃণা না করে, আর এই নামধারী মুসলমানদের হাতে এই মাধ্যম ছেড়ে না দিয়ে এখন সময় হয়েছে প্রকৃত মুসলমানদের এখানে কাজ করার। ইসলামের প্রকৃত রূপ সিনেমার ক্যানভাসে তুলে ধরার। যেমন- জাকির নায়েক স্যাটেলাইট মাধ্যমে ইসলামে সৌন্দর্য তুলে ধরার কাজ করছেন। আর দূরে থেকে ঘৃণা নয়, এবার নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করতে হবে। তাছাড়া একসময় এর বিষবাষ্প কি ভংকর রূপে আঘাত করতে পারে সেটা হয়ত আমরা চিন্তাও করছি না।

অনেকদিন আগে আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেব এর একটা ওয়াজ শুনেছিলাম। তিনি বলেছিলেন সিনেমা আল্লাহর একটা বিশাল নিয়ামত। সেই নেয়ামত কাজে না লাগিয়ে আমরা অপকর্মে ব্যবহার করছি!!!

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331909
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:১০
মু নূরনবী লিখেছেন : ধন্যবাদ..থিংক পজিটিভলি...

আমরা তো সেটাই পারি না।

প্রযুক্তি হোক আশীর্বাদ
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
274151
নেহায়েৎ লিখেছেন : কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। আর এভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মন্দ ছাড়া ভাল হবে না।
331910
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:১২
হতভাগা লিখেছেন : গতকাল লোকাল ডিশের চ্যানেলে সালমানের এই ছবিটি দেখলাম । তবে পুরোপুরি দেখিনি ।

সবাই যে ছবিটিকে নিয়ে এত বাহবা দিচ্ছে , এই অল্প কিছু সময়ে সেরকম কিছু মনে হয় নি ।

এখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে পাকিস্তানী মাওলানা (ওমপুরি) এর কাছ থেকে যখন বিদায় নিয়ে সালমান ও পিচ্চি মেয়েটি চলে যায় তখন মাওলানার সালামের পরিবর্তে সালমান হিন্দুদের রীতি ব্যবহার করে । পরে মাওলানাও একই রীতিতে সালমানকে বিদায় দেয় ।

একজন মাওলানা হয়ে হিন্দুদের মত সম্ভাসন দিবে , এটা ভাল লাগে নি ।

তবে পরে বুঝে গিয়েছি যে , যেহেতু বলিউডের সিনেমাগুলো হিন্দু ও হিন্দুমনঃষ্করা তৈরি করে , সেহেতু তারা তাদের সিনেমাতে তাদের ধর্মকেই বেশী প্রাধান্য দেবে এবং ইসলাম সহ অন্য ধর্মকে পঁচান দেবে ।
বলিউডি ছবি ও গানের বেশীর ভাগ জুড়েই থাকে তাদের দেব দেবীদের গুণকীর্তন ।

বোকা মুসলমানেরা এসব না বুঝেই গেয়ে থাকে ।

শুনেছি ছবিটা করেছেন কবির খান - যিনি কি না NDTV তে জাকির নায়েককে এনে পঁচাতে চেয়েছিলেন । সাথে ছিল সোহা আলী খান , শাহরুখ খানের মত ধর্মপ্রাণ (!) কিছু মুসলিম এবং মুভি ডিরেক্টর করণ জোহর ।
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩১
274153
নেহায়েৎ লিখেছেন : এরা যে যার মনের মতো করে ইসলামকে মানুষের কাছে তুলে ধরে। আর যাদের ইসলামের জ্ঞান নাই তারা মনে করে এটাই বুঝি ইসলাম।
331911
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:১৩
দ্য স্লেভ লিখেছেন : ঠিক বলেছেন। মিডিয়া হত পন্থীদের দখলে থাকলে আজ ইসলামের ব্যাপারে আজেবাজে বিষয় ছড়াতো না
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩৩
274154
নেহায়েৎ লিখেছেন : এজগতে যারাই জড়িত আছে তাদের কারো উদ্যোগ নিতে হবে। অথবা ইসলামপন্থদের উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে একাজে আসতে হবে। তাতে সবার জন্য ভালই হবে। ইনশা আল্লাহ।
331915
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:১৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দ্যা মেসেজ এর মত সিনেমা বানানো যেতে পারে। ইসলামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে পারলে সিনেমা ইতিবাচক কাজ দিবে।
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩৪
274157
নেহায়েৎ লিখেছেন : জি ইসলামের সঠিক ইতিহাস নির্ভর সিনেমা তৈরী করা যেতে পারে। তাহলে এই বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠতে পারে। কাউকে উদ্যোগ নিতে হবে।
331916
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:২১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাংলা চলচিত্রের একজন নামকরা পরিচালক আছেন (নামটা এই মুহুর্তে ভুলে গেছ) তিনি তার ছবির কোন না কোন অংশে আল্লাহর অপূর্ব সহযোগীতার নিদর্শনকে তার সকল ছবিতে রাখেন।

তবে আল্লাহর সাথে এই সম্পর্ক দেখাতে তিনি মাজার, ওলী, দরবেশ, দরগাহ গুলোর আশ্রয় নিয়েছেন। এখান থেকে সাধারণ মানুষ আরো মাজার মুখী হয়েছেন। এই পরিচালকের একটি সাক্ষাতকার দেখেছিলাম, তিনি বলছেন, আমি একজন প্রকৃত মুসলিম চলচিত্র পরিচালক হিসেবে, প্রতিটি ছবিতেই ধর্মীয় আবহ সৃ্ষ্টি করেছি, আল্লাহ হয়ত আমাকে মাফ করবেন।

তাঁকে এই কথা কে বুঝাবে যে, ইসলাম পালন মনে করে যা করলেন সেটা যে, ইসলাম ধ্বসের সর্বনাশা খেলাম অন্যতম। ধার্মীক মানুষ কোনদিন চলচিত্র জগতে টিকতে পারেনা।
২৭ জুলাই ২০১৫ সকাল ১১:৩৬
274159
নেহায়েৎ লিখেছেন : এই ধ্বংসের খেলা বন্ধ করতে হলে শুধু দূর থেকে ঘৃণা করলে হবে না। কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে ভাইয়া। এটাও একটা জিহাদ বা প্রচেষ্টা। ইবাদত হিসেবেই গণ্য হতে পারে এই কাজ।
331930
২৭ জুলাই ২০১৫ দুপুর ০১:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:০২
274195
নেহায়েৎ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
331949
২৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্ট। সুস্থ রূচির মানুষদেরকেই এই ব্যাপারে উদ্যেগী হয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৩
274228
নেহায়েৎ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অনেকদিন পর আমার বাড়িতে আসলেন! আসলেই কাউকে উদ্যোগ নিতে হবে। শুধু ঘৃণা করে দূরে থাকলে সমস্যা বাড়তেই থাকবে।
332041
২৭ জুলাই ২০১৫ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : কিন্তু কে নেবে এই ঝুঁকী৷ চালান ফেরত আসবে না৷বর্তমানে মানুষের চাহিদা স্বল্প বসনা ললনা, যা তাতে থাকবেনা৷ আর যাদের পীর বাবাদের সাথে সামান্যতম সম্পর্ক আছে তারা সিনেমার নাম শুনেই তওবা পড়বে৷দর্শক পাবেন না৷ আমি বয়ানুল কোরআনের ডিভিডিটা আমার পাড়ার মুসুল্লীদের টিভি ও ডিভিডি প্লেয়ারের মাধ্যমে মসজিদ চত্তরে দেখাতে চাইলে আমাদের ইমাম সাহেবের সাফ কথা তিনি বেঁচে থাকতে মসজিদ চত্তরে টিভি উঠবেনা৷ বুঝুন ঠেলা৷
২৮ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৩
274448
নেহায়েৎ লিখেছেন : কি বলব ভাই। ঈমামদের এই গোঁড়ামই ইসলামের সর্বনাশ করল।
332055
২৭ জুলাই ২০১৫ রাত ১০:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমরা প্রযুক্তিতে দুরে ঠেলে দিচ্ছি আর এই সুযোগে এর উপর ভর করে ওরা ইসলাম এর বিকৃতি ঘটাচ্ছে। আমাদের এই বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
২৮ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৯
274449
নেহায়েৎ লিখেছেন : জি ঠিক বলেছেন প্রযুক্তি আল্লাহর নেয়ামত এগুলোকে আমরা দূরে ঠেলে দিতে পারি না। কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File