অহংকার মানুষকে সত্যবিমূখ করে রাখে।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ জুলাই, ২০১৫, ১০:৫০:২৮ সকাল

১. বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছেন!

২. অধিকাংশ মানুষই কি ভুল করে আসছে!

৩. এত বড় বড় আলেম তো এভাবেই আমল করে

আসছেন! তারা কি ভুল করে গেছেন!

• মূলত এই তিনটি অজুহাতে মানুষ কুরআন ও সহীহ হাদিসের দাওয়াতকে পরিত্যাগ করে।

“অধিকাংশ” কোন দলীল নয়; দলীল হল কুরআন ও সহীহ হাদীস।

অধিকাংশদের ব্যাপারে আল্লাহ্ তায়ালা কুরআনে কি বলেছেন--

• “অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ : ৬৮]

• “অধিকাংশই নির্বোধ” [সূরা মায়িদাহ : ১০৩]

• “অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম : ৩৭]

• “অধিকাংশই অজ্ঞ” [সূরা আনআম : ১১১]

• “অধিকাংশই জানে না” [সূরা আরাফ : ১৩১]

• “তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” [সূরা ইউসুফ : ১০৩]

• “আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না” [সূরা বাকারাহ : ৯৯-১০০]

• “আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ : ৭৮]

• “তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরা আরাফ : ১০২]

• “তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না” [সূরা আনআম : ১১৬]

• ‘’তাদের অধিকাংশই কেবল ধারনার অনুসরন করে; সত্যের মোকাবেলায় ধারনা কোন কাজে আসে না’’ [সূরা ইউসুফ :৩৬]

• “অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে’’ [সূরা ইউসুফ : ১০৬]

• “আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’[সূরা শু’আরা : ২২১-২২৩]

• “তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত : ৬৯-৭১]

আরবী ভাষায় কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই (এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না” [সূরা ফুসসিলাত : ১-৪]

সুতরাং হে আমার মুসলিম ভাই আসুন আমরা “অধিকাংশের” অজুহাত বাদ দিয়ে ””কুরআন” ও “সহীহ হাদীসের“” অনুসরন করি।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331101
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে;
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪১
273479
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ। ইনশা আল্লাহ।
331111
২২ জুলাই ২০১৫ দুপুর ০২:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : একদম সত্যি কথা
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪২
273480
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
331126
২২ জুলাই ২০১৫ দুপুর ০৩:১১
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪২
273481
নেহায়েৎ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
331142
২২ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৩
273482
নেহায়েৎ লিখেছেন : ওয়াআলাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বারাকাল্লাহুমা ফিকুম।
331150
২২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
শেখের পোলা লিখেছেন : আহবানে সহমত রইল৷
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৪
273483
নেহায়েৎ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
331167
২২ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার নামেই সকল বিদয়াত ও রসম এর প্রচলন রাখা হয়। তবে অধিকাংশ সম্পর্কে আপনার সাথে একমত নই। কুরআন এর আয়াত গুলি কি বিষয়ে বলা হয়ছে তা জানা প্রয়োজন।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৪
273484
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
331207
২৩ জুলাই ২০১৫ রাত ০২:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে....। আপনার যুক্তি ও কোরআনের আয়াত সংগ্রহ গুলো প্রিয়তে যুক্ত করে রাখলাম।

খুবই প্রয়োজনীয় অনেক সময় এভাবে কথা আসে তখন আপনার এই লেখা কাজে আসবে।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:৪৫
273485
নেহায়েৎ লিখেছেন : মহান আল্লাহ তা'আলা আপনাকে উত্তম প্রতিদান দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File