মুক্তি ও সাফল্যের উপায় 'ঈমান ও আমলে সালেহ'

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৪ জুলাই, ২০১৫, ১০:৫৪:২৪ সকাল

"যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের সুসংবাদ দাও যেঃ তাদের জন্য রয়েছে উদ্যান আর বাগ-বাগিচা, সেগুলোর নিচ দিয়ে বহমান থাকবে নদ-নদী ঝর্ণাধারা। আর তাদরে জন্যে সেখানে থাকবে অনাবিল পবিত্র জুড়ি।"

(সূরা আল-বাকারা, আয়াত-২৫)

-

"যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, তাদের প্রভু তাদের ঈমানের ভিত্তিতে তাদের পরিচালিত করেন জান্নাতুন নাঈম এর দিকে, যেগুলোর নিচ দিয়ে বহমান থাকবে নদ-নদী ঝর্ণাধারা।"

(সূর ইউনুস, আয়াত-০৯)

-

"যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমার এবং মহা পুরস্কারের।"

(সূরা আল-মায়িদা, আয়াত-০৯)

-

"যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, তাদের আপ্যায়ন করার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে থাকবে তারা চিরদিন। সেখান থেকে তারা স্থানান্তর হতে চাইবে না কখনও।"

(সূরা কাহফ, আয়াত- ১০৭-১০৮)

-

"তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি অবশ্যি তাদের পৃথিবীতে খিলাফত(রাষ্ট্র ক্ষমতা) দান করবেন, যেমনিভাবে খিলাফত দান করেছিলেন তাদের পূর্ববর্তী লোকদের; তিনি প্রতিষ্ঠিত করে দিবেন তাদের মনোনীত পছন্দের দ্বীনকে, তাদের ভয়ভীতি ও অতঙ্কের পরিবেশকে বদল করে তাদের প্রদান করবেন নিরাপত্তার পরিবেশ।"

(সূরা আন-নূর, আয়াত- ৫৫)

-

"যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমি অবশ্যি মিটিয়ে(মুছে) দেবো তাদের সমস্থ মন্দ কর্ম সমূহ এবং তাদের প্রতিফল দেব তাদের উত্তম কর্মের ভিত্তিতে।"

(সূরা আন-কাবুত, আয়াত-০৭)

-

"যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ।"

(সূরা আল-বায়্যিনাহ, আয়াত-০৭)

-

"আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। তারপর তাকে নামিয়ে দেই নিচুদের চেয়েও নিচে; তবে তাদেরকে নয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। তাদের জন্য তো রয়েছে অফুরন্ত পুরস্কার।"

(সূরা আত-তীন, আয়াত- ৪-৬)

-

"নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয়, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আর যারা পরস্পরকে সত্য-ন্যয়ের উপদেশ দেয় এবং এর উপর দৃঢ়তা অবলম্বনের জন্য অসিয়ত করে।"

(সূরা আসর)

বিষয়: বিবিধ

১৮২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330016
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
অনেক ধন্যবাদ
২১ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
273143
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
330911
২১ জুলাই ২০১৫ রাত ০২:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো,ধন্যবাদ
২১ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
273144
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File