ওয়াজে শুনলাম চোরের গল্প
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ জুন, ২০১৫, ০১:৪৮:৪০ দুপুর
এক চোর দুই চোরকে ট্রেনিং দিয়ে পাকা চোর বানিয়ে, তাদের পরীক্ষার জন্য পাঠিয়ে দিল। তারা কেমন চোর হল সেটা দেখার জন্য প্রথম চোরকে পাঠাল পাখির বাসা থেকে ডিম চুরি করে আনার জন্য যেখানে পাখি তার বাসায় ডিমে তা দিচ্ছে। নতুন চোরকে বলে দেয়া হল পাখি যেন টের না পায়!
আর দ্বিতীয় চোরকে পাঠানো হলে যেই চোর পাখির ডিম চুরি করতে গেছে তার পরনের লুঙ্গিটা চুরি করে আনার জন্য। সে যেন টের না পায়। প্রথম চোর গাছে উঠে মনোযোগ দিয়ে পাখির ডিমের দিকে তাকিয়ে আছে। অন্য কোন দিকে তার কোন খেয়াল নাই! দ্বিতীয় চোর সুযোগ বুঝে তার লুঙ্গিটা খুলে নিয়ে বিদায়।
ঠিক তেমনি আমাদের দেশের এক শ্রেনীর আলেম নামধারী লোক মূর্খ মুসলমানদের ফজিলতের দিকে তাকিয়ে রেখে তাদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে! বোকাদের সেদিকে খেয়াল নাই!!!
(মূফতী শাইখ মোহাম্মদ আলী এর ওয়াজ হতে)
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উহারা ফরজ হারায়!!!
ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন