আমি একজন মুসলিম।
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৬ জুন, ২০১৫, ০২:২৯:১৫ দুপুর
আমার এক সহকর্মী আমাকে বলত- আমি হইলাম রফাদান!
-
আমার এলাকার এক মুরুব্বী বলেন- আহলে কিতাব!
-
আমাদের মসজিদের ঈমাম সাহেব বলেন- আমরা শাফেয়ী!
-
হানাফী বন্ধুরা বলেন- আমি আহলে হাদিস!
-
পরিচিত কওমী বন্ধুরা বলেন- আমি লা-মাযহাবী!
-
কেউ কেউ গালি দিয়ে বলেন- এই বেটা ওহাবী!
-
দুই-একজনকে বলতে শুনেছি- আমি নাকি সালাফী!
-
গ্রামের মানুষকে বলতে শুনেছি- আমরা মোহাম্মাদী!
-
-
কিন্তু আমি বলি আমি একজন মুসলিম!
বিষয়: বিবিধ
১৮৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.youtube.com/watch?v=StRsOTi9iZ0
আর সুন্দর একটা লিংক দিয়েছেন আমি এগুলো দেখেছি। কোন কোন প্রকাশনীর বই ১% থেকে ২% ভুল থাকলে সেটাকে আমরা হাইলাইট করি কারণ সাদা কাপড়ে দাগ বেশি উজ্জল দেখা যায়। আর যেগুলো ৯০% ৯৫% ভূলে ভরা তার ভুল আপনি কোথায় খুঁজবেন???
ভদ্র লোকের আরবি জ্ঞান নিয়েই তো সন্দেহ হচ্ছে!!
মন্তব্য করতে লগইন করুন