আমি একজন মুসলিম।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৬ জুন, ২০১৫, ০২:২৯:১৫ দুপুর

আমার এক সহকর্মী আমাকে বলত- আমি হইলাম রফাদান!

-

আমার এলাকার এক মুরুব্বী বলেন- আহলে কিতাব!

-

আমাদের মসজিদের ঈমাম সাহেব বলেন- আমরা শাফেয়ী!

-

হানাফী বন্ধুরা বলেন- আমি আহলে হাদিস!

-

পরিচিত কওমী বন্ধুরা বলেন- আমি লা-মাযহাবী!

-

কেউ কেউ গালি দিয়ে বলেন- এই বেটা ওহাবী!

-

দুই-একজনকে বলতে শুনেছি- আমি নাকি সালাফী!

-

গ্রামের মানুষকে বলতে শুনেছি- আমরা মোহাম্মাদী!

-

-

কিন্তু আমি বলি আমি একজন মুসলিম!

বিষয়: বিবিধ

১৮৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326142
১৬ জুন ২০১৫ দুপুর ০২:৪৫
আবদুস সবুর লিখেছেন : আপনি কি এই বইগুলো পড়ে মুসলিম হয়েছেন Tongue ?

https://www.youtube.com/watch?v=StRsOTi9iZ0
১৭ জুন ২০১৫ সকাল ০৯:৩৮
268678
নেহায়েৎ লিখেছেন : না ভাই আমি মূলত মুসলিম হয়েছি ফাজালে আমল, ফাজায়েলে ছাদাকাত, ফাজায়েলে হজ্জ পড়ে। কারণ আমি মুসলিম বলতে মনে করতাম শুধুমাত্র তাবলীগ জামাতের লোকেরাই খাঁটি মুসলিম, আর বাকীরা ইসলাম ভালভাবে পালন করে না বা ভালভাবে বুঝে না।

আর সুন্দর একটা লিংক দিয়েছেন আমি এগুলো দেখেছি। কোন কোন প্রকাশনীর বই ১% থেকে ২% ভুল থাকলে সেটাকে আমরা হাইলাইট করি কারণ সাদা কাপড়ে দাগ বেশি উজ্জল দেখা যায়। আর যেগুলো ৯০% ৯৫% ভূলে ভরা তার ভুল আপনি কোথায় খুঁজবেন???
326147
১৬ জুন ২০১৫ বিকাল ০৪:১৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : রফাদান, আহলে কিতাব, শাফেয়ী, আহলে হাদিস, লা-মাযহাবী, মোহাম্মদী এগুলোর সজ্ঞা যদি ব্যাখ্যা করতেন খুশী হতাম।
১৮ জুন ২০১৫ সকাল ১১:২০
268924
নেহায়েৎ লিখেছেন : সামনা-সামনি হলে এগুলো নিয়ে কথা বলা যাবে ভাই।
326155
১৬ জুন ২০১৫ বিকাল ০৪:৪৪
আফরা লিখেছেন : এত কিছু বুঝি না শুধু বুঝি আমি মুসলিন আর এটাই আমার আসল পরিচয় । ধন্যবাদ আপনাকে ।
১৮ জুন ২০১৫ সকাল ১১:২১
268925
নেহায়েৎ লিখেছেন : এটাই আমাদের পরিচয়। আল্লাহ তা'আলা মুসলিম না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন। হানাফী বা শাফেয়ী হতে বলেন নাই।
326168
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহলে কিতাব!!!
ভদ্র লোকের আরবি জ্ঞান নিয়েই তো সন্দেহ হচ্ছে!!
১৮ জুন ২০১৫ সকাল ১১:২১
268926
নেহায়েৎ লিখেছেন : উনারা লেখাপড়া না জানা মানুষ কি শুনেন আর কি বলেন তার ঠিক নাই।
326217
১৬ জুন ২০১৫ রাত ০৮:২৫
আওণ রাহ'বার লিখেছেন : আমি একজন মুসলমান এবং আলহামদুলিল্লাহ হানাফী মাজহাবের অনুসারী . . . .
১৮ জুন ২০১৫ সকাল ১১:২২
268927
নেহায়েৎ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আমি একজন মুসলিম। আমি কুরআন ও সুন্নাহর অনুসারী।
326312
১৭ জুন ২০১৫ রাত ০৩:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সঠিক কথন, ধন্যবাদ আপনাকে।
১৮ জুন ২০১৫ সকাল ১১:২৩
268928
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ আমাদের মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন। হানাফী বা শাফেয়ী বা মালেকী বা হাম্বলী হতে বলেন নাই।
326342
১৭ জুন ২০১৫ সকাল ০৮:২৭
ঝিঙেফুল লিখেছেন : আমি একজন মুসলিম!
১৮ জুন ২০১৫ সকাল ১১:২৩
268929
নেহায়েৎ লিখেছেন : এটাই আমাদের পরিচয়। আমরা মুসলিম আমরা সব ভাই ভাই। আমদের মাঝে কোন দল মত বা মা্যহাবের নামে বিভক্তি করা যাবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File