দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম।
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৩ জুন, ২০১৫, ১০:১৭:২১ সকাল
রমাজানে দুইটি কাজ প্রধান-
-
দিনের বেলা সিয়াম,
রাতের বেলা কিয়াম।
-
এই সিয়াম আর কিয়াম হল আমাদের জন্য মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে বিশাল নিয়ামত। আমাদের ক্ষমা পাওয়ার উপায়। গুনাহ হতে ফিরে এসে পরিপূর্ণ মুসলিম হওয়ার প্রশিক্ষণ এটা।
গতকালের খুতবায় শাইখ রফিকুল ইসলাম মাদানী বলেন- রহমত মাগফিরাত ও নাজাত পাওয়ার রমাজানের রাতের কিয়াম যেন আমাদের জন্য লানতের কারণ না হয় গজবের কারণ না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে।
কারণ আমাদের দেশে খতম তারবীর নামে যে তারবীহ সালাত আদায় করা হয়, সেটা আমাদের ক্ষমা পাওয়ার পরিবর্তে লানতের বা গজবের কারণ হতে পারে। কারণ হাফেজ সাহেব গণ কে কত দ্রুত তিলায়াত করতে পারেন সেই প্রতিযোগীতায় লিপ্ত হয়! তিনি আরো বলেন- আপনারা সাধারণ মুসুল্লীগণ জানেন না হাফেজগণ দ্রুত পড়তে গিয়ে ভুল করে কোথা থেকে কোথায় চলে যায়!! কিন্তু আমরা যারা হাফেজ তারা ধরতে পারি! এই দ্রুত শেষ করার প্রতিযোগীতা কখনই রহমত মাগফিরাত ও নাজাত পাওয়ার কারণ হতে পারে না!!!
আল্লাহ তা'আলা বলেছেন কাকুতি-মিনতি করে তাকে ডাকতে। অনুনয়-বিনয়ের সাথে তিলাওয়াত করে সালাত আদায় করতে হবে। তাতে সময় বেশি লাগলে লাগবে। আর যদি তা না পারেন তাহলে বিশ রাকাতের পরিবর্তে আটা রাকাত আদায় করুন। কিন্তু সুন্দর করে সালাত আদায় করুন। যে সালাত আমাদের ক্ষমা লাভের বা রহমত লাভের মাধ্যম হবে। গুনাহের কথা স্মরণ করে, আমাদের গ্রামের ভাষায় কাউ-মাউ করে আল্লাহকে ডাকুন।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই বিষয়টা অনেককেই বুঝাতে পারিনা। অনেকে মনে করে থতম তারাবি পড়লেই আর তারাবি পড়তে হয়না। তাই সবাই খোজ নেয় কোথায় কত দ্রুত খতম তারাবি হচ্ছে!!! অথচ ২৯-৩০ তম রোজা পর্যন্তই কিয়ামুল লাইল পড়া জরুরি।
মন্তব্য করতে লগইন করুন