দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৩ জুন, ২০১৫, ১০:১৭:২১ সকাল

রমাজানে দুইটি কাজ প্রধান-

-

দিনের বেলা সিয়াম,

রাতের বেলা কিয়াম।

-

এই সিয়াম আর কিয়াম হল আমাদের জন্য মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে বিশাল নিয়ামত। আমাদের ক্ষমা পাওয়ার উপায়। গুনাহ হতে ফিরে এসে পরিপূর্ণ মুসলিম হওয়ার প্রশিক্ষণ এটা।

গতকালের খুতবায় শাইখ রফিকুল ইসলাম মাদানী বলেন- রহমত মাগফিরাত ও নাজাত পাওয়ার রমাজানের রাতের কিয়াম যেন আমাদের জন্য লানতের কারণ না হয় গজবের কারণ না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে।

কারণ আমাদের দেশে খতম তারবীর নামে যে তারবীহ সালাত আদায় করা হয়, সেটা আমাদের ক্ষমা পাওয়ার পরিবর্তে লানতের বা গজবের কারণ হতে পারে। কারণ হাফেজ সাহেব গণ কে কত দ্রুত তিলায়াত করতে পারেন সেই প্রতিযোগীতায় লিপ্ত হয়! তিনি আরো বলেন- আপনারা সাধারণ মুসুল্লীগণ জানেন না হাফেজগণ দ্রুত পড়তে গিয়ে ভুল করে কোথা থেকে কোথায় চলে যায়!! কিন্তু আমরা যারা হাফেজ তারা ধরতে পারি! এই দ্রুত শেষ করার প্রতিযোগীতা কখনই রহমত মাগফিরাত ও নাজাত পাওয়ার কারণ হতে পারে না!!!

আল্লাহ তা'আলা বলেছেন কাকুতি-মিনতি করে তাকে ডাকতে। অনুনয়-বিনয়ের সাথে তিলাওয়াত করে সালাত আদায় করতে হবে। তাতে সময় বেশি লাগলে লাগবে। আর যদি তা না পারেন তাহলে বিশ রাকাতের পরিবর্তে আটা রাকাত আদায় করুন। কিন্তু সুন্দর করে সালাত আদায় করুন। যে সালাত আমাদের ক্ষমা লাভের বা রহমত লাভের মাধ্যম হবে। গুনাহের কথা স্মরণ করে, আমাদের গ্রামের ভাষায় কাউ-মাউ করে আল্লাহকে ডাকুন।

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325516
১৩ জুন ২০১৫ সকাল ১১:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩০
267904
নেহায়েৎ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
325546
১৩ জুন ২০১৫ দুপুর ০১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
এই বিষয়টা অনেককেই বুঝাতে পারিনা। অনেকে মনে করে থতম তারাবি পড়লেই আর তারাবি পড়তে হয়না। তাই সবাই খোজ নেয় কোথায় কত দ্রুত খতম তারাবি হচ্ছে!!! অথচ ২৯-৩০ তম রোজা পর্যন্তই কিয়ামুল লাইল পড়া জরুরি।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩১
267905
নেহায়েৎ লিখেছেন : জাঝাকাল্লাহু খাইরান। জি খতমই শেষ নয়। তারাবীহ ধীরে-সুস্থে বিনয়ের সাথে আদায় করতে হবে।
325583
১৩ জুন ২০১৫ বিকাল ০৪:৪৪
আলোকিত ভোর লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সিয়াম কিয়াম কবুল করে নিন। আমীন।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৬
267907
নেহায়েৎ লিখেছেন : আমীন। জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
325596
১৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ আমাদের সিয়ামের সঠিক তাৎপর্য এবং সঠিকভাবে হক আদায় করার তৈৗফিক দিন। আমিন। ধন্যবাদ।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৬
267908
নেহায়েৎ লিখেছেন : আমীন। আল্লাহ আমাদের সঠিকভাবে সালাত আদায় করার তাওফিক দান করুন।
325688
১৪ জুন ২০১৫ সকাল ০৫:০৩
রাইয়ান লিখেছেন : সুন্দর তাত্পর্যমূলক একটি লেখা। আল্লাহ এই পবিত্র মাস থেকে আমাদেরকে যথাযথ ভাবে উপকৃত হবার তাওফিক দিন।
১৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৭
267909
নেহায়েৎ লিখেছেন : আমীন। জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
326348
১৭ জুন ২০১৫ সকাল ০৮:৫৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File