প্রাচীন কাল থেকেই দাড়ী সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক!!!

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ মে, ২০১৫, ১০:৫৬:৫৭ সকাল

গতোকাল প্রিয় এক ভাইয়ের সাথে গিয়েছিলাম, কবি আব্দুল হাই শিকদারের বাসায়। তিনি অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলাম। এক সময়ের বামপন্থী বিখ্যাত এই কবি এখন নিয়মিত সালাত আদায় করেন। ইসলাম নিয়ে তার আগ্রহ অনেক দেখলাম। তিনি দাড়ী রাখার কথাও বললেন। তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন।ইরানে গিয়ে দেখেছেন তিন-চার হাজার বছর আগের অনেক রাজা-বাদশা আর বীরদের পাথরের বড় বড় মূর্তি।

কিন্তু একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছেন। হাজার হাজার বছর আগের এই রাজা-বাদশা আর বীর সেনাদের সবার মুখেই দাড়ী ছিল বলে প্রতীয়মান হয়। ব্যাপারটা নিয়ে তিনি চিন্তা করেন। পুরুষরা থাকবে ক্লিন শেইভ করে পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর। সেখানে এই রাজা-বাদশা আর বীর সেনাপতিদের মুখে দাড়ী কেন??? অনেক ভেবে-চিন্তে তিনি দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যনথ্রোপলজি বিভাগের শিক্ষকদের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের শিক্ষকরা বলেন প্রাচীন কাল থেকেই পুরুষরা দাড়ীকে সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক বলে মনে করতেন। তাই রাজা-বাদশা আর বীর সেনাপতিরা দাড়ী রাখতেন। এই অমুসলিমরা রাজারা যদি সৌন্দর্য আর পৌরুষের প্রতীক মনে করে দাড়ী রাখতেন। তাহলে আমরা মুসলিমরা দাড়ী রাখলে সেটা কেন হবে জঙ্গী? খ্যাত? অসুন্দর?

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321975
২৩ মে ২০১৫ সকাল ১১:৩৯
নন্টে ফন্টের মামু লিখেছেন : প্রাচীন কাল থেকেই পুরুষরা দাড়ীকে সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক বলে মনে করতেন। আর আমরা দাড়ি কামিয়ে নারীত্বের সাথে মিশে যেতে কতই না আগ্রহী!!
২৫ মে ২০১৫ সকাল ১০:৪৮
263450
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
321984
২৩ মে ২০১৫ দুপুর ১২:৩০
সুশীল লিখেছেন : তাই? বুঝি নাই
২৫ মে ২০১৫ সকাল ১০:৪৯
263451
নেহায়েৎ লিখেছেন : জি। দাড়ী প্রাচীন কাল থেকেই সৌন্দর্য আর পৌরষত্বের প্রতীক।
321989
২৩ মে ২০১৫ দুপুর ১২:৩৬
মোহাম্মদ লোকমান লিখেছেন :

কবি আব্দুল হাই শিকদার আবুধাবীতে আমার মুখেও দাড়ী দেখে গিয়েছেন !
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৪
263154
কুয়েত থেকে লিখেছেন : মাশা'আল্লাহ ভালই দেখাচ্ছে। ধন্যবাদ
২৫ মে ২০১৫ সকাল ১০:৫০
263452
নেহায়েৎ লিখেছেন : মাশা আল্লাহ। কবি বলেছেন তিনিও দাড়ী রাখবেন। তবে তার মাথার এই লাল ক্যাপটা উনি রাখেন না। তার বাসাতেও দেখলাম।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
263580
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্যাপটা উনার ট্রেডমার্ক! এটা ছাড়া উনাকে এখন মানায় না।
321994
২৩ মে ২০১৫ দুপুর ১২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে সম্ভ্রান্ত হিন্দু রাও দাড়ি রাখতেন। রবিন্দ্রনাথ প্রধান উদাহরন।
২৫ মে ২০১৫ সকাল ১০:৫১
263453
নেহায়েৎ লিখেছেন : জি ইতিহাসে দেখা যায় পৃথিবীর প্রায় সব মহা পুরুষের দাড়ী ছিল।
322017
২৩ মে ২০১৫ দুপুর ০২:১৮
ধ্রুব নীল লিখেছেন : যততুকু জানি দাড়িওয়ালা কিছু মানুষের পৈশাচিক কর্মকাণ্ডের কারনে জঙ্গি বলে। একারনে মুসলমান কেউ দাড়ি রাখলে সন্দেহ করা হয়।
আর খ্যাত, অসুন্দর ব্যাপারটাও মানতে পারছিনা। আমি এক মেয়েকে চিনি, যিনি দাড়ি না থাকার কারনে আমার এক বন্ধুকে বিয়ে করেননি।
২৫ মে ২০১৫ সকাল ১০:৫৩
263454
নেহায়েৎ লিখেছেন : জি দাড়ীওয়ালা কিছু মানুষের ভুলের কারণে সবাইকে গণহারে দোষ দেয়া হয়। তবে এমন ঘটনাও জানি যে দাড়ী থাকার কারণে বিয়ে ভেঙ্গে গেছে।
322045
২৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
কুয়েত থেকে লিখেছেন : নারী পুরুষের পার্থক্যই হচ্ছে দাড়ি, তা ছাড়া এটা নবীজির সুন্নাহ। তা ছাড়া দাড়ী পৌরুষত্বের প্রতিক এবং সৌন্দর্য্য ধন্যবাদ
২৫ মে ২০১৫ সকাল ১০:৫৪
263456
নেহায়েৎ লিখেছেন : জি দাড়ী রাখা সুন্নাহ। এটা সৌন্দর্য আর পৌরুষত্বের প্রতীক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File